হযরত রশিদ আত্তারর রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আবু সায়িদ খাইয়্যাত রহমাতুল্লাহি আলাইহি নির্জনে অবস্থান কারী বুযুর্গ ছিলেন। লোকজনের সাথে মেলামেশা একেবারে বন্ধ করে দিয়েছিলেন। কিছুদিন পর হযরত আবু সায়ীদ খাইয়্যাত কে লোকজন অস্বাভাবিক ভাবে ইবনে রশীক রহমাতুল্লাহি আলাইহির মজলিসে আসা যাওয়া করা দেখতে পাই। এটা দেখে সকলে আশ্চর্য বোধ করল এবং হঠাৎ করে মজলিসে আসার কারণ তাঁকে জিজ্ঞেস করা হলো। তখন তিনি বললেন আমার স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জিয়ারত করেছি।আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হযরত ইবনে রশীক্ব রহমাতুল্লাহি তা'আলা আলাইহির মজলিসে যাও কারণ সে তার মাহফিলে আমার ওপরে বেশি পরিমাণে দরুদ পাঠ করে।
(কওলুল বদী)
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৭০) দরুদের মেহফিল | (০৭২) দরুদ শরীফ এর মহফিল করার পদ্ধতি |
সূচীপত্র | এরকম আরো পেইজ |