১) পবিত্র স্থানে, সুগন্ধি দ্রব্য ছিটিয়ে নিন।
২) বৃহস্পতিবার দিবাগত রাত্রি বা আপনাদের সুবিধা মতো সপ্তাহের যে কোনো দিন করতে পারেন।
৩) আমরা হলকায়ে দরুদে কোনো রকম খাবারের ব্যবস্থা করিনি যাতে খাবার ইত্যাদির ব্যবস্থার অর্থনৈতিক কারণে মেহফিল বন্ধ না হয়ে যায়।
৪) মোটামুটি এভাবে পরিচালিত হয়ঃ
استغفر الله هل اجي لا اله الا هو الحي القيوم واتوب اليه يا حيل يا قيوم
আস্তাগফিরুল্লা হাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল ক্বাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ইয়া হাইয়্যুল ইয়া ক্বাইয়্যুম।
لا اله الا الله محمد رسول الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসূলুল্লাহ
اللهم صلي على سيدنا و مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা ওয়া মওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহী ওয়া সাহবিহী ওয়া বারিক ওয়া সাল্লিম।।
الصلاه والسلام عليك يا رسول الله
الصلاه والسلام عليك ياحبيب الله
আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ
আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবীবাল্লাহ।।
مولاي صلي وسلم دائما ابدا
على حبيبك خير الخلق كلهم
মওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দায়িমান আবাদান
আলা হাবিবিকা খাইরি খলকী কুল্লি হিমি ৷৷
صلى الله على محمد
صلى الله عليه وسلم
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৭১) দরুদ শরীফের মাহফিলে যেতে নাবী মুস্তাফা (সঃ) হুকুম দিয়েছেন | (০৭৩) ৪২টি দরুদের উচ্চারণ ও ফজিলত |
সূচীপত্র | এরকম আরো পেইজ |