মুখতার সাকাফী যখন হযরত হুসাইন (রাঃ) এর বিরুদ্ধে অস্ত্রধারী এক এক জনকে নির্মমভাবে হত্যা করছিল, তখন পাপিষ্ঠ সীমার কুফা থেকে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এ পাপিষ্ঠ রক্ষা পায়নি। মুখতার সক্ফীর অনুসারীদের হাতে ধরা পড়েছিল। ওকে দু টুকরা করে মাথা মুখতার সকফীর কাছে পাঠিয়ে দিয়েছিল এবং লাশ কুকুরকে সােপর্দ করেছিল।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(৪০) হাওলা বিন ইয়াজিদ | (৪২) হাকিম বিন তােফায়েলের পরিণতি |
সূচীপত্র | এরকম আরো পেইজ |