হাকিম বিন তােফায়েল, যে হযরত আব্বাস (রাঃ) এর শরীর থেকে পােশাক খুলে নিয়েছিল এবং হযরত ইমাম হুসাইন (রাঃ) এর প্রতি তীর নিক্ষেপ করেছিল, ওকেও ধরে হত্যা করা হয়েছিল এবং ওর মাথা বর্শার অগ্রভাগে উঠিয়ে মুখতার সকফীর সামনে নিয়ে আসা হয়েছিল।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(৪১) পাপিষ্ঠ সীমারের পরিণতি | (৪৩) জায়েদ বিন রাকাত |
সূচীপত্র | এরকম আরো পেইজ |