হাওলা বিন ইয়াজিদ, যে হযরত ইমাম হোসাইন (রাঃ) এর পবিত্র মস্তক মুবারককে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল, ওকে ধরে এনে মুখতার সকফীর নির্দেশে হাত পা কেটে শূলে চড়ানাে হলাে। অতঃপর ওর লাশ জ্বালিয়ে দেয়া হয়েছিল। ওকে ধরার ব্যাপারে ওর স্ত্রী উল্লেখযােগ্য ভূমিকা পালন করেছিল। কারণ সে আহলে বায়তের অনুরক্ত ছিল। হাওলা হযরত হুসাইন (রাঃ) এর মস্তক নিয়ে ঘরে আসায় সে খুবই মর্মাহত হয়েছিল।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(৩৯) আমর বিন সাদ ও তার ছেলে | (৪১) পাপিষ্ঠ সীমারের পরিণতি |
সূচীপত্র | এরকম আরো পেইজ |