সর্বপ্রথম সেই পাপিষ্ঠ আমর বিন সাদ কে তলব করলাে, যে ইয়াজিদী বর্বর বাহিনীর সেনাপতি ছিল এবং তারই পরিচালনায় কারবালার যুদ্ধ সংঘটিত হয়েছিল। তার ছেলে এসে বললাে, আমার পিতা এখন সবকিছু ত্যাগ করে ভাল মানুষ হয়ে গেছে এবং নিঃসঙ্গ জীবন যাপন করছে। কারও সংগে কোন সংস্রব নেই। ঘর থেকে বের হয় না। সাক্ফি হুংকার দিয়ে বলে, কোন অজুহাত শুনতে চাইনা, আমি ওকে চাই। অতঃপর ওকে ধরে এনে পিতাপুত্র উভয়ের মাথা কেটে মদীনা শরীফে হযরত মুহাম্মদ বিন হানফিয়া (রাঃ) এর কাছে পাঠিয়ে দিল।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(৩৮) যথার্থ প্রতিশােধ | (৪০) হাওলা বিন ইয়াজিদ |
সূচীপত্র | এরকম আরো পেইজ |