১.আল্লাহর জিকির। বেশিরভাগ ক্ষেত্রে 'আল্লাহুম্মা' দিয়ে। বহু সুফিয়ানে কেরাম আল্লাহুম্মা শব্দটিকে ইসমে আজম মনে করেন।আমরা অনেক মাসনুন দোয়ার আগে আল্লাহুম্মা শব্দটি দেখতে পায় বিশেষ করে হেফাজতের দোয়ার আগে। অনেক আল্লাহর ওলীদের ধারণা মতে কেউ যদি আমাদের রব কে 'আল্লাহুম্মা' বলে স্মরণ করল সে যেন আল্লাহ পাকের সমস্ত পবিত্র নামের মাধ্যমে স্মরণ করল।
২. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জিকির।অনেক দরুদে হুজুর আলাইহিস সালামের যাত ও সিফাতের ব্যাপারেও বর্ণনা থাকে।
৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহী ওয়া সাল্লাম এর জন্য দোয়া এবং তার আহলে বাইতের (বংশধর) জন্য দোয়া ।
৪. বহু দরুদে হুজুর আলাইহিস সালাম এর সাহাবীদের জন্য দোয়া রয়েছে ।
৫. কিছু দরুদে মুমিন- মুমিনাত, মুসলিমিন- মুসলিমাত দের জন্য দোয়া রয়েছে ।
ইমাম সাখাবী আলাইহির রাহমা বলেন যেহেতু দরুদ শরীফ আল্লাহর জিকির ও হুজুর আলাইহিস সালামের দরুদের ও সমষ্টি কাজেই শুধুমাত্র দরুদ পড়লে আল্লাহ পাক যাবতীয় কাজের ব্যবস্থা করে দেন।
(কওলুল বাদী, ফাজায়েলে দরুদ)
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৬৭) ফায়যানে দরুদ ও সালাম | (০৭০) দরুদের মেহফিল |
সূচীপত্র | এরকম আরো পেইজ |