اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إبْرَاهِيمَ وَعَلَى ال ِإبْرَاهِيمَ إِنّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُم بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ।
বাংলা অর্থঃ
হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মদ ও তাঁর আহলে বাইত ( বংশধর) প্রতি রহমত বর্ষণ করুন, যেভাবে বর্ষণ করেছেন ইব্রাহীম (আলাইহিস সাল্লাম) ও তাঁর পরিবার পরিজনের প্রতি, নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ আপনি বরকত নাযিল করুন, আমাদের নবী মুহাম্মদ () ও তাঁর আল (বংশধর) প্রতি যেভাবে আপনি বরকত নাযিল করেছেন ইব্রাহীম ( আলাইহিস সাল্লাম) ও তাঁর বংশধর দের প্রতি, নিশ্চই আপনি প্রশংসিত ও সম্মানিত।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৬১) বুযুর্গানে দ্বীন দের ওসিয়ত দরুদ শরীফ এর ব্যাপারে | (০৬৩) শুধু কি একটি দরুদ শরীফ পড়তে হবে? |
সূচীপত্র | এরকম আরো পেইজ |