হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, যখন আমি মাজারে আনোয়ার জিয়ারত করার পর মদিনা- মুনাওয়ারার জন্য রওনা হলাম তখন শেইখ আব্দুল ওয়াহহাব মুত্তাকী রহমাতুল্লাহি আলাই বিদায় দেওয়ার সময় বললেন তুমি বিশ্বাস করো এই রাস্তার ফরজের পরে এমন কোন ইবাদত নেই যা দরুদ শরীফের মতো। আমি বললাম আমি কতটা পরিমাণ দরুদ পড়বো। উনি বললেন কোন নির্দিষ্ট সংখ্যা নেই এত বেশি পরিমাণে পড়ো যেন তাতে নিমজ্জিত হয়ে যাও এবং দরুদের রঙে নিজেকে রাঙিয়ে নাও।
( জাযবুল কুলুব, গুলদাস্তায়ে দরুদ ও সালাম, মিশকাত, দেহলবী)
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৬০) আউলিয়ায়ে কেরামদের দরুদ শরীফ পাঠ | (০৬২) বুখারী শরীফে বর্ণিত দরুদ |
সূচীপত্র | এরকম আরো পেইজ |