কোন একজন বুজুর্গ হযরত ইমাম শাফেরি রহমাতুল্লাহি তা'আলা আলাইহি কে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, আল্লাহপাক আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন...? তিনি বললেন আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমার জন্য জান্নাত কে এমন ভাবে সাজানো হয়েছে যেমন দুলহানের জন্যে সাজানো হয়। এবং আমার উপর এত নাজ ও নেয়ামত বর্ষিত হয়েছে যেমন দুলহান এর উপর বর্ষিত হই।আমি জিজ্ঞেস করলাম আপনি এই মর্যাদায় কিভাবে পৌঁছেছেন আমার কাছে এক ব্যক্তি বলেছে কিতাবে বিসাল' এ আপনি একটি দরুদ লিখেছেন ওর বরকতে নাকি আপনি ঐ মর্যাদায় পৌঁছেছেন।আমি জিজ্ঞেস করলাম হুজুর সে দরুদ টা কি...? আমাকে বলে দেওয়া হলো এটি হলো এই
"সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আদাদা মা জাকাহারুজ জাকিরুনা অ আদাদা জাকিরুনা অ আদাদা মা গাফালা আন জিকরিহিল গাফিলুন।"
আমি ভোর বেলায় জেগে উঠে কিতাবুল বেসাল এ সেই দরুদ শরীফ ঠিক ওই ভাবে দেখতে পাই।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৫৭) দালায়েলুল খায়রাত এর লেখকের ঘটনা | (০৫৯) নাবীগণ আলাইহিমুস সালাম দের দরুদ পাঠ |
সূচীপত্র | এরকম আরো পেইজ |