হযরত সাইয়্যেদ সুলাইমান আল জাজুলি আলাইহির রাহমা কোন এক সময় সফর অবস্থায় পানির দারুণ অভাব এর সম্মুখীন হন।এদিকে নামাজের ওয়াক্ত প্রায় শেষ হতে চলেছে অথচ ওজু করার জন্য কুয়োঁ থেকে পানি তুলতে হবে কিন্তু বালতি দড়ি কোন কিছু না পেয়ে খুব চিন্তিত হয়ে পড়েন। ঠিক সেই সময় একটা মেয়ে তার এই দুরবস্থার কারণ জিজ্ঞেস করে এবং কুয়াঁর মধ্যে থুতু ফেলে সঙ্গে সঙ্গে পানি কুয়োঁর মুখ পর্যন্ত উঠে চলে আসে এবং উছলে পড়তে থাকে। এতে আশ্চর্য হয়ে তিনি মেয়েটিকে জিজ্ঞেস করেন সেটা কিভাবে সম্ভব হলো।সে বলে এটা দুরুদ শরীফের বরকতে সম্ভব হয়েছে। তখন সাইয়্যেদ সুলাইমান আল জাজুলি আলাইহি রাহমাত মনস্থির করেন যে তিনি দরুদ শরীফের উপর একটা কিতাব লিখবেন এবং সুবিখ্যাত কিতাব দালায়েলুল খাইরাত রচনা করেন।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৫৬) দুআঙ্গুলের কারণে মাগফিরাত হয়ে গেলো | (০৫৮) ইমাম শাফেয়ীর দরুদ এর ঘটনা |
সূচীপত্র | এরকম আরো পেইজ |