হযরত আবুল ফযল আল - কিন্দী (রহমাতুল্লাহি তা' আলা আলাইহি ) - কে ঈসা ইবনে আব্বাদ ( রহমাতুল্লাহি তা ' আলা আলাইহি ) স্বপ্নে দেখে বললেন “ আল্লাহ আযযা ওয়া জাল্লা আপনার সাথে কি ধরণের আচরণ করলেন?” তিনি বললেন, “ আমার হাতের শুধু দু' টি আঙ্গুলই আমাকে মুক্তি দিয়েছে। ঈসা ইবনে আব্বাদ ( রহমাতুল্লাহি তা ' আলা আলাইহি ) আশ্চর্যান্বিত ও হতভম্ব হয়ে বললেন, এর অর্থ কি?” তিনি বললেন, “ কথা হচ্ছে এই যে আমি যখন কিতাব লিখার সময় নবী - ই - আকরাম সাল্লাল্লাহু তা ' আলা আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম - এর নাম মুবারক লিখতাম তখন হুযুর সাল্লাল্লাহু তা ' আলা আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম - এর মহান নামের পর সাল্লাল্লাহু তা ' আলা আলাইহি ওয়া সাল্লাম ’ লিখতাম ।
( আল্ - বদী)
খতীব বাগদাদী ( রহমাতুল্লাহি আলাইহি) বলেন – আল্লামা আবু ইসহাক নহণল ( রহমাতুল্লাহি আলাইহি) বলেছেন যখন আমি হাদিস শরীফ লিখে থাকি তখন প্রতিটি হাদিস পাকের সাথে “ কালান - নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা ” লিখতাম । একদিন আমি নবী পাক আলাইহিস সালাম কে স্বপ্নে দেখলাম যে তাঁর পবিত্র হাতে আমার একটা কিতাব আছে তিনি দেখছেন এবং বলছেন যে খুব সুন্দর হয়েছে।
(ফাযায়েলে আমাল, জিলাউল ইফহাম)
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৫৫) নবী পাক (সঃ) কে স্বপ্নে দেখার ঘটনা | (০৫৭) দালায়েলুল খায়রাত এর লেখকের ঘটনা |
সূচীপত্র | এরকম আরো পেইজ |