হজরত আবু হাযিম ( রাদিআল্লাহু তাআ'লা আনহু ) বর্ণনা করেন যে, এক ব্যক্তি তার নিকটে এল এবং বলল আমি হুজুর পুর নুর সাল্লাল্লাহ আলাইহি অ সাল্লাম কে স্বপ্নে যিয়ারত করেছি । তিনি আমাকে বললেন – যাও আবু হাজিম কে গিয়ে বল, যে তুমি কেন তোমার নবীর কাছ হতে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাও!! সালাম ও করনা ? এই কথা শ্রবণ মাত্র হজরত আবু হাজিম সাহাবীর অভ্যাস হয়ে গিয়েছিল যে, যখনই মাযার পাকের দিক হতে যেতেন প্রথমে দাঁড়িয়ে সালাম পাঠ করে তারপর তিনি আগে অগ্রসর হতেন । মাওলানা জাকারীয়া সাহেব দেওবন্দী বলেন যে, সর্বদা এই কথা খেয়াল রাখা দরকার যে যখনই নাবীর কবর শরীফের দিক হতে চলে যাবে, তখন যেন দাঁড়িয়ে সালাম করে তবে আগে বাড়ে।
(ফজায়েলে হজ্ব, সিরাতুন)
আব্দুর রাহিম বিন আব্দুর রহমান বলেন, একদা হামমাম খানায় পড়ে গিয়ে আমার হাতে খুব আঘাত লাগে যার কারণে হাত ফুলে যায় । এবং রাতটা আমি খুব অস্থিরতার সঙ্গে কাটাই যখন আমার চোখ লেগে যায়, তখন আমি স্বপ্নে নাবী পাকের যিয়ারত লাভ করলাম এবং আরজ করলাম হুজুর আলাইহিস সালাম !
এতখানি বলার সাথে সাথে দয়ার নাবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহী ওয়া সাল্লাম বললেন তোমার অত্যাধিক দরুদ পাঠ করা আমাকে বিচলিত করে দিয়েছে । আমার তখন চোখ খুলে যায় এবং দেখলাম আমার হাতও সম্পূর্ণ সুস্থ হয়ে গেল।
(কওলুল বদী, সিরাতুন নবী)
ইমাম সাখাবী ও অন্যান্য মুহাদ্দিসগণ ( রাহিমাহুমুল্লাহু তা ' আলা ) থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ ইবনে সা 'আদ (রহমাতুল্লাহি তা ' আলা আলাইহি ) শয়ন করার পূর্বে একটা নির্ধারিত সংখ্যায় দুরূদ শরীফ পাঠ করে নিতেন তিনি একরাতে আমিনার নয়নমণি ( সাল্লাল্লাহু তা ' আলা আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম ) - কে স্বপ্নে দেখলেন, হুযুর (সাল্লাল্লাহু তা ' আলা আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম ) তাশরীফ এনেছেন এবং আমার ঘরকে উজালা করেদিলেন । আর আমাকে ফরমাচ্ছিলেন, “ তোমার ওই মুখমণ্ডল কাছে আনো, যা দিয়ে তুমি আমার উপর দুরূদ পাঠ করে থাকো, যাতে আমি সেটায় চুমু খাই! ” বললেন, “ আমার লজ্জাবোধ হচ্ছিলো - আমি কিভাবে আমার মুখ আকা আলাইহিস সালামের এর নিকটে নিয়ে যেতে পারি? তখন আমি আমার চেহারা হুযুরের মুখ মুবারকের নিকটে নিয়ে গেলাম। হুযুর ( সাল্লাল্লাহু তা ' আলা আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম ) আমার চেহারায় চুমু খেলেন। যখন আমি জাগ্রত হলাম, তখন আমার গোটা ঘর মুশকের খুশবুতে ভরে গেলো । তখন থেকে দীর্ঘ আটদিন যাবৎ ওই খুশবু বিরাজ করছিলো । আমার চেহারা থেকে ও আট দিন যাবৎ খুশবু ছড়াচ্ছিলো।
(জযবুল কুলুব )
কে আরজু মদিনে কি মেরা দিল লুভাতি হে কিয়া কারু গারিবি মে বেবাসি রুলাতি হে।
কি কারবাটে বাদালতি হে হাসরাতে মেরে দিল মে গুলসানে মদিনা কি যাব ভি ইয়াদ আতি হে।
অর ফুরকাতে মাদিনে মে রাত ভার মেরে মওলা নিন্দ মেভী আখোঁমে আতি অর জাতি হে ।
অর সুবহা ভী মাদিনে কি শাম ভী মাদিনে কি মুস্তাফা কে জালবোমে হার ঘাড়ি নাহাতি হে ।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৫৪) দরুদ আতা করার ওয়াকিয়া | (০৫৬) দুআঙ্গুলের কারণে মাগফিরাত হয়ে গেলো |
সূচীপত্র | এরকম আরো পেইজ |