২৪ |
মোকতাদী হলে ইমামের পিছনে একতেদা অর্থাৎ আমি ইমামের পিছনে নামাজ পড়ছি, নিয়েত করুন। মোকতাদী এ নিয়েত না করলে নামাজ হবে না। |
২৫ |
মেয়েলোক মোকতাদী হলে ইমাম অবশ্যই মেয়েলোকের ইমামতির নিয়েত করবে। ইমাম মেয়েদের ইমামতির নিয়েত না করলে মেয়েদের নামাজ হবে না। |
২৬ |
মেয়ে মোক্তাদী ইমামের পাশে দাড়ালে আড়াল করুন। না করলে সকলের নামাজ ফাছেদ হবে। পুরুষ মোক্তাদীর পাশে মেয়ে মোক্তাদী দাড়ালে আড়াল করুন। তা না হলে উভয় মোকতাদীর নামাজ বাতেল হবে। আড়াল করতে না পারলে মেয়েরা পিছনের সারিতে আলাদাভাবে দাড়াবে। স্বামী-স্ত্রী একসাথে নামাজ পড়লেও আড়াল করবে অথবা স্ত্রী পিছনে দাড়াবে। |
২৭ |
নিয়েত তাকবীরে তাহরীমার আগে করুন। তাকবীরে তাহরীমা বাধার পরে নিয়েত করলে নামাজ হবে না। |