সহীহ বুখারী-এর একটি সহীহ হাদীসে এসেছে:
كان اللهُ ولم يكُنْ شيءٌ غيرُه. وكان عرشُهُ على الماء
সর্বপ্রথম ছিল আল্লাহ, আর কিছুই ছিল না। তারপর তিনি আরশ সৃষ্টি করলেন, আর তাঁর আরশ ছিল পানির উপর।- সহীহ বুখারী (ইংরেজি অনুবাদ: মুহসিন খান), খণ্ড: ৪, কিতাব: ৫৪, হাদীস: ৪১৪
আবু দাউদ ও তিরমিযীতে একটি হাদীসে বলা হয়েছে, উবাইদা ইবনে সামিত (রাঃ) বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেনঃ
আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেন। এরপর তিনি কলমকে লিখতে নির্দেশ দেন। কলম জিজ্ঞেস করে: আমি কী লিখব? আল্লাহ বলেন: তাকদীর লিখো – যা কিছু ঘটেছে এবং ভবিষ্যতে যা ঘটবে কিয়ামত পর্যন্ত।
তিরমিযী, হাদীস নং: ৯৪ (ইসনাদ: গরীব)
না মুহাম্মদ (সঃ) এর পূর্বে আরশ এবং কলম সৃষ্টি হয় নি। কারণ হযরত জাবির (রাযি.)-এর হাদীসে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছেঃ
আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজের নূর থেকে রাসুলুল্লাহ ﷺ-এর নূর মোবারক সৃষ্টি করেন। তারপর সেই নূরের একটি অংশ দিয়ে কলম সৃষ্টি করেন, অথবা আরশ সৃষ্টি করেন।
আবার অপর এক হাদিসে রয়েছে আরশ সৃষ্টির পূর্বেও হুজুর পাক (সঃ) কে সৃষ্টি করা হয়েছে
حدثنا علي بن حمشاذ العدل إملاء، حدثنا هارون بن العباس الهاشمي، حدثنا جندل بن والق، حدثنا عمرو بن أوس الأنصاري، حدثنا سعيد بن أبي عروبة، عن قتادة، عن سعيد بن المسيب، عن بن عباس رضي الله تعالى عنهما قال: أوحى الله إلى عيسى عليه السلام: يا عيسى، آمن بمحمد، وأمر من أدرك من أمتك أن يؤمنوا به، فلولا محمد ما خلقت آدم، ولولا محمد ما خلقت الجنة ولا النار، ولقد خلقت العرش على الماء، فاضطرب، فكتبت عليه: لا إله إلا الله محمد رسول الله، فسكن.
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: আল্লাহ তা'আলা ঈসা (আ.)-এর প্রতি ওহী প্রেরণ করে বলেন: “হে ঈসা, মুহাম্মদ (সা.)-এর প্রতি ঈমান আনো এবং তোমার উম্মতের যাকে তিনি পান, তাকেও তার উপর ঈমান আনতে আদেশ দাও। যদি মুহাম্মদ (সা.)-কে সৃষ্টি না করতাম, তবে আদমকেও সৃষ্টি করতাম না, যদি মুহাম্মদ (সা.) না থাকতেন, তবে জান্নাত ও জাহান্নামও সৃষ্টি করতাম না। আমি যখন আরশকে পানির উপর সৃষ্টি করলাম, তা কাঁপতে শুরু করল, তখন আমি আরশে লিখে দিলাম: 'লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ' — ফলে তা শান্ত হয়ে গেল।”
¶ - হাকিম, আল-মুস্তাদরাক, খণ্ড: ২, পৃষ্ঠা: ৬০৯, হাদীস: ৪২২৭
হাকিম বলেন: هذا حديث صحيح الإسناد — এই হাদীসের সনদ সহীহ।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
হাদিসটির সমর্থনে অন্যান্য হাদিস | মুহাম্মদ (সঃ) নূর বিষয়ে ইসলামী প্রখ্যাত আলেমগণের আক্বীদা |
এরকম আরো পেইজ |