ইমাম ফখরুদ্দীন রাজী (রহঃ):
ফিরিশ্তাগণ আদম (আ.)-কে সিজদা করার আদেশ পেয়েছিলেন এই জন্য যে, আদম (আ.)-এর কপালে মুহাম্মদ (সা.)-এর নূর ছিল।
তাফসীর আল-কবীর, খণ্ড: ২, পৃষ্ঠা: ৩০২
ইমাম জালালুদ্দীন সুয়ূতী (রহঃ):
ইবন সাবীহ (রহঃ) বলেন,
রাসুলুল্লাহ (সা.)-এর ছায়া পড়ত না, কারণ “তিনি ছিলেন নূর।”
আল-খাসায়েস আল-কুবরা, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৬৯
ইমাম আবু হানিফা (রহঃ):
আপনি এমন এক নূর, যার থেকে চৌদ্দ রাত্রির পূর্ণিমার চাঁদ আলোক পায়, আপনার নূর থেকেই সূর্য উদিত হয়।
কাসিদা আল-নু’মান, পৃষ্ঠা: ২৩
মুল্লা আলী ক্বারী (রহঃ):
“প্রথম বাস্তবতা হল ‘নূর-এ-মুহাম্মদী’ — যেমনটি আমি ‘আল-মাওরিদ লিল-মাওলিদ’ কিতাবে উল্লেখ করেছি।”
মিরকাত, শারহ আল-মিশকাত (১/২৮৯), দারুল ফিকর, বৈরুত
মুজাদ্দিদ আলফ সানি (রহঃ):
“রাসুলুল্লাহ (সা.) আল্লাহর সৃষ্টি করা এক নূর থেকে সৃষ্টি হয়েছেন — যেমনটি তিনি নিজেই উল্লেখ করেছেন।”
মাকতুবাত মুজাদ্দিদ আলফ সানি
শাইখ মুহাদ্দিস হক দিহলভী (রহঃ):
“সৃষ্টির উৎস, জগতের সৃষ্টি, আদম (আ.)-এর সৃষ্টি সবই মুহাম্মদ (সা.)-এর নূর থেকে। সহীহ হাদীসেও এসেছে — আল্লাহ বলেছেন, আমি সর্বপ্রথম মুহাম্মদ (সা.)-এর নূর সৃষ্টি করেছি।”
মাদারিজ উন-নবুওয়াহ, খণ্ড: ২, পৃষ্ঠা: ২
শাইখুল আকবার ইবন আরাবী (রহঃ):
“রাসুলুল্লাহ (সা.)-এর নূরই সর্বপ্রথম সৃষ্টি।”
ফুতুহাত আল-মাক্কিয়া, খণ্ড: ১, পৃষ্ঠা: ১১৯
শাইখ আবদুল কাদের জিলানী (রহঃ):
“আল্লাহ তাআলা মুহাম্মদ (সা.)-এর রূহ সর্বপ্রথম নিজের নূর ও সৌন্দর্য থেকে সৃষ্টি করেছেন।”
সিররুল আসরার
শাহ আব্দুর রহিম দিহলভী (রহঃ):
“আর্শ থেকে শুরু করে পৃথিবী, ফেরেশতা, জিন — সবকিছুই ‘হাকীকাতে মুহাম্মদিয়া’ থেকে সৃষ্টি। এবং রাসুল (সা.) নিজেই বলেছেন — আমি প্রথম সৃষ্ট নূর।”
ইনফাসুর রাহিমিয়া, পৃষ্ঠা: ১৩
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিহলভী (রহঃ):
ফয়ূযুল হারামাইন কিতাবে ‘আল্লাহ সর্বপ্রথম মুহাম্মদ (সা.)-এর নূর সৃষ্টি করেছেন’ — এই হাদীস বর্ণনা করেছেন এবং তা খণ্ডন করেননি।
ইমাম ইবনে হাজর আল-হায়তামী (রহঃ):
তিনি তাঁর কিতাব ফাতাওয়া আল-হাদীসিয়্যাহ (فتاوی الحديثية)–তে উল্লেখ করেন:
“রাসূল ﷺ বলেছেন: ‘হে জাবির! আল্লাহ তাআলা প্রথম যে জিনিস সৃষ্টি করেছেন, তা হলো তোমার নবীর নূর, যা আল্লাহ তাঁর নিজের নূর থেকে সৃষ্টি করেছেন।’”
সূত্র: ফাতাওয়া আল-হাদীসিয়্যাহ, পৃষ্ঠা ২৮৯
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
মুহাম্মদ (সঃ) এর পূর্বেও কি কলম এবং আরশের সৃষ্টি ? | ওহাবী পন্থী যারা এই হাদীসে-নূরকে দলিল হিসেবে গ্রহণ করেছেন |
এরকম আরো পেইজ |