উপরোক্ত হাদীসের ভিত্তিকে আরো মজবুত করেছে আরো কিছু সহিহ হাদিস। যেমনঃ
রাসুলুল্লাহ ﷺ বলেন:
আমি তোমাদের আমার পূর্বের কিছু কথা জানাবো। আমি হচ্ছি হযরত ইব্রাহীম (আ.)-এর দোয়া, হযরত ঈসা (আ.)-এর সুসংবাদ এবং আমার জননীর সেই স্বপ্নে দেখা নূর, যা তাঁর দেহ থেকে বেরিয়ে শামের প্রাসাদগুলো আলোকিত করেছিল।
মিশকাতুল মাসাবিহ, পৃষ্ঠা: ৫১৩
কন্ঝুল উম্মাল, খণ্ড: ১১, পৃষ্ঠা: ১৭৩
সহীহ ইবনে হিব্বান, খণ্ড: ৯, পৃষ্ঠা: ১০৬
আল-ওয়াফা — ইবনুল জাওযী, পৃষ্ঠা: ৯১, অধ্যায়: ২১
মুজমা’ আয-জাওয়ায়েদ — হায়সামি, খণ্ড: ৮, পৃষ্ঠা: ২২১
আল মুস্তাদরাক — হাকিম, খণ্ড: ২, পৃষ্ঠা: ৬১৫-৬১৬, হাদীস: ৪২৩৩
হাকিম (রহ.) হাদীসটি বর্ণনা করার পর বলেছেন:
هذا حديث صحيح الإسناد شاهد للحديث الأول বাংলা অনুবাদ: এই হাদীসের সনদ সহীহ এবং এটি পূর্বের হাদীসের সাক্ষী।
মুস্তাদরাক আলা সহিহাইন - খন্ডঃ ২, পৃঃ ৬০০, হাদিসঃ ৪১৭৫
মুসনাদে আহমদ, খণ্ড: ৪, পৃষ্ঠা: ১২৭, হাদীস: ১৬৭০১
তাবকাতুল কুবরা — ইবনে সাআদ, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৫০
দালায়েলুন নুবূওয়াহ — বায়হাকি, খণ্ড: ১, পৃষ্ঠা: ৮৩, ১১০, ২:৮
তারীখে দামিশক — ইবনে আসাকির, খণ্ড: ১:১৭০, ৩:৩৯৩
তাফসীর জামি' আহকামুল কুরআন — কুরতুবী, খণ্ড: ২, পৃষ্ঠা: ১৩১
তাফসীর জামি' আল-বায়ান — তাবারী, খণ্ড: ১, পৃষ্ঠা: ৫৫৬
তাফসীর ইবনে কাসীর, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৩৬০-৩৬১
তাফসীর সামারকান্দি, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৪২১
তারীখ উমাম ওয়াল মুলূক — তাবারী, খণ্ড: ১, পৃষ্ঠা: ৪৫৮
সিরাতে ইবনে ইসহাক, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৮
সিরাতে ইবনে হিশাম, খণ্ড: ১, পৃষ্ঠা: ৩০২
আল-বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড: ২, পৃষ্ঠা: ৩২১
তাফসীরে দুরুরে মনসুর, খণ্ড: ১, পৃষ্ঠা: ৩৩৪
সিরাতে হালাবিয়া, খণ্ড: ১, পৃষ্ঠা: ৭৭
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেন:
كنت نبيًّا وآدم بين الروح والجسد আমি তখনই নবী ছিলাম, যখন আদম (আ.) ছিলেন রূহ ও দেহের মাঝামাঝি অবস্থায়।
তিরমিযী, সুনান, কিতাব: আল-মানাকিব, অধ্যায়: রাসুলুল্লাহ (সা.)-এর ফজিলত, খণ্ড: ৫, পৃষ্ঠা: ৫৮৫, হাদীস: ৩৬০৯
ইমাম আহমদ ইবন হাম্বল, কিতাব: আল-মুসনাদ, খণ্ড: ৪ ও ৫, পৃষ্ঠা: ৬৬, ৫৯, হাদীস: ২৩৬২০
হাকিম, কিতাব: আল-মুস্তাদরাক, খণ্ড: ২, পৃষ্ঠা: ৬৬৫-৬৬৬, হাদীস: ৪২০৯-৪২১০
ইবন আবি শাইবাহ, কিতাব: আল-মুসান্নাফ, খণ্ড: ৭, পৃষ্ঠা: ৩৬৯, হাদীস: ৩৬৫৫৩
তাবরানী, কিতাব: আল-মুআ'জাম আল-আওসত, খণ্ড: ৪, পৃষ্ঠা: ২৭২, হাদীস: ৪১৭৫
তাবরানী, কিতাব: আল-মুআ'জাম আল-কবীর, খণ্ড: ১২, পৃষ্ঠা: ৯২, হাদীস: ১২৫৭১
আবু নু'আইম, কিতাব: হিল্যাতুল আওলিয়া, খণ্ড: ৭ ও ৯, পৃষ্ঠা: ১২২, ৫৩
বুখারী, কিতাব: তারীখুল কাবীর, খণ্ড: ৭, পৃষ্ঠা: ৩৭৪, হাদীস: ১৬০৬
খালাল, কিতাব: আস-সুন্নাহ, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৮৮, হাদীস: ২০০, সনদ হাসান
ইবন আবি আসিম, কিতাব: আস-সুন্নাহ, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৭৯, হাদীস: ৪১১, সনদ হাসান
শাইবানী, কিতাব: আহাদ ওয়াল মাসানি, খণ্ড: ৫, পৃষ্ঠা: ৩৪৭, হাদীস: ২৯১৮
আবদুল্লাহ ইবন আহমদ ইবন হাম্বল, কিতাব: আস-সুন্নাহ, খণ্ড: ২, পৃষ্ঠা: ৩৯৮, হাদীস: ৮৬৪, সনদ হাসান
ইবন সা'দ, কিতাব: তাবকাতুল কুবরা, খণ্ড: ১ ও ৭, পৃষ্ঠা: ১৪৮, ৬০
ইবন হিব্বান, কিতাব: আস-সিকাত, খণ্ড: ১, পৃষ্ঠা: ৪৭
ইবন ক্বানী, কিতাব: মুআ'জাম আস-সাহাবা, খণ্ড: ২ ও ৩, পৃষ্ঠা: ১২৭, ১২৯, হাদীস: ৫৯১, ১১০৩
ইবন খিয়্যাত, কিতাব: তাবকাত, খণ্ড: ১, পৃষ্ঠা: ৫৯ ও ১২৫
মুকাদ্দাসী, কিতাব: আহাদীস আল-মুখতারাহ, খণ্ড: ৯, পৃষ্ঠা: ১৪২-১৪৩, হাদীস: ১২৩-১২৪
আবু মাহাসিন, কিতাব: মুখতাসার আল-মুখতাসার, খণ্ড: ১, পৃষ্ঠা: ১০
দাইলামী, কিতাব: মুসনাদ আল-ফিরদাউস, খণ্ড: ৩, পৃষ্ঠা: ২৮৪, হাদীস: ৪৮৪৫
ইবন আসাকির, কিতাব: তারীখে দামিশক আল-কবীর, খণ্ড: ২৬ ও ৪৫, পৃষ্ঠা: ৩৮২, ৪৮৮-৪৮৯
লালাকাই, কিতাব: ইতিকাদ আহলুস সুন্নাহ, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৭৫৩, হাদীস: ১৪০৩
খতীব বাগদাদী, কিতাব: তারীখে বাগদাদ, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৭০, হাদীস: ১০৩২
আসকালানী, কিতাব: তাহযীব আত-তাহযীব, খণ্ড: ৫, পৃষ্ঠা: ১৪৭, হাদীস: ২৯০
ইবন হাযর আসকালানী, কিতাব: আল-ইসাবা, খণ্ড: ৬, পৃষ্ঠা: ২৩৯
ইবন হাযর আসকালানী, কিতাব: তাআজীল আল-মুনফিআহ, খণ্ড: ১, পৃষ্ঠা: ৫৪২, হাদীস: ১৫১৮
ইবন আব্দুল বার, কিতাব: আল-ইস্তিয়াব, খণ্ড: ৪, পৃষ্ঠা: ১৪৮৮, হাদীস: ২৫৮২
যাহাবী, কিতাব: সিয়ারু আ‘লাম অন-নুবালা, খণ্ড: ৭ ও ১১, পৃষ্ঠা: ৩৮৪, ১১০, মন্তব্য: হাদীসটির সনদ সালেহ
জালালুদ্দীন সুয়ূতী, কিতাব: খাসায়েসুল কুবরা, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৮
জালালুদ্দীন সুয়ূতী, কিতাব: আল-হাওয়ী লিল ফাতাওয়া, খণ্ড: ২, পৃষ্ঠা: ১০০
ইবন কাসীর, কিতাব: আল-বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড: ২, পৃষ্ঠা: ৩০৭, ৩২০-৩২১
জারজানী, কিতাব: তারীখে জারজান, খণ্ড: ১, পৃষ্ঠা: ৩৯২, হাদীস: ৬৫৩
কস্তালানী, কিতাব: মাওয়াহিব লাদুন্নিয়া, খণ্ড: ১, পৃষ্ঠা: ৬০
হায়সামী, কিতাব: মাজমাউয জাওয়ায়েদ, খণ্ড: ৮, পৃষ্ঠা: ১২২
আবু সাঈদ নিশাপুরী, কিতাব: শারাফ আল-মুস্তফা, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৮৬, হাদীস: ৭৫