মুসান্নাফে আব্দুর রাজ্জাকের দুইটি প্রকাশনা পাওয়া যায় । একটি অসম্পূর্ন অপরটি সম্পূর্ন । নিচে একটি অসম্পুর্ন কিতাবের ভূমিকা দেওয়া হলঃ
|
|
¶ সতর্কবার্তা
আমরা যেসব কপি সংগ্রহ করেছি—হোক তা মূল পাণ্ডুলিপি কিংবা ফটোকপি—সেগুলোর ভিত্তিতেই এই মূল্যবান সংগ্রহটি মুদ্রণের জন্য প্রস্তুত করা হয়েছে। ইনশাআল্লাহ, ভূমিকা অংশে আপনি এ সম্পর্কে বিস্তারিত বিবরণ পাবেন। এসব কপির সবই অসম্পূর্ণ, একমাত্র মুরাদ আল্লাহ (ইস্তাম্বুল)-এর কপি ব্যতিক্রম, যা প্রায় সম্পূর্ণ। যদিও শুরুতে কিছুটা ত্রুটি রয়েছে, বিশেষ করে মূল কিতাবের পঞ্চম খণ্ডের সূচনাতে, যেটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন।
প্রকাশনার শুরুতেই এই অসম্পূর্ণতার বিষয়টি স্পষ্ট করার জন্যই এই পৃষ্ঠাটি খালি রাখা হয়েছে। আমরা আশা করি, অভিজ্ঞ পাণ্ডুলিপি গবেষক, জ্ঞানী পণ্ডিত এবং খ্যাতিমান আলেমগণ এই অংশটি পূরণে আমাদের সহযোগিতা করবেন।
সাফল্য দানকারী একমাত্র আল্লাহ।
— হাবীবুর রহমান আল-আজমী
সতর্কবার্তাটি থেকে যা বোঝা যায়:
সংগ্রহকৃত কপিগুলো অসম্পূর্ণ – মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবটি প্রকাশের জন্য যেসব কপি সংগ্রহ করা হয়েছে, সেগুলোর অধিকাংশই অসম্পূর্ণ।
একটি মাত্র সম্পূর্ণ কপি – শুধুমাত্র ইস্তাম্বুলের “মুরাদ আল্লাহ” লাইব্রেরির কপিটি প্রায় সম্পূর্ণ, যদিও তাতেও কিছু প্রারম্ভিক ত্রুটি আছে, বিশেষ করে পঞ্চম খণ্ডের শুরুতে।
অসম্পূর্ণতা স্বীকার করে খালি পৃষ্ঠা রাখা হয়েছে – পাঠকদের দৃষ্টি আকর্ষণের জন্য প্রকাশনার শুরুতে একটি খালি পৃষ্ঠা রাখা হয়েছে, যাতে তারা বুঝতে পারেন যে কিছু অংশ এখনও অনুপস্থিত।
সহযোগিতা আহ্বান – পাণ্ডুলিপি গবেষক ও আলেমদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তাঁরা অনুপস্থিত অংশ পূরণে সাহায্য করেন।
এই সতর্কবার্তাটি মূলত পাঠকদের সতর্ক করার উদ্দেশ্যে লেখা হয়েছে, যাতে কেউ ভুল ধারণা না করে কিতাবটি পূর্ণাঙ্গ মনে না করেন এবং যারা গবেষণা করেন, তারা এই কাজকে সম্পূর্ণ করতে এগিয়ে আসেন।
বিশ্বব্যাপী দীর্ঘ অনুসন্ধানের পর, এই হারিয়ে যাওয়া অধ্যায়টির সন্ধান তুরস্কের একটি গ্রন্থাগারে পাওয়া যায়। এবারতের ছবি দেওয়া হলো
|
|
|
উক্ত মুসান্নাফ কিতাবের জুয আল মাফকুদ মিন আওয়াল মিন মুসান্নাফ অধ্যায়ে যে হাদিসগুলো বর্নিত আছে তার ইবারত সমূহ নিচে দেওয়া হলঃ
|
|
|
|
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
হাদিসের মান ও নির্ভরযোগ্যতা যাচাই | হাদিসটির সমর্থনে অন্যান্য হাদিস |
এরকম আরো পেইজ |