ইফতারের সময় দু'আ কবুল হওয়ার একটি বিশেষ মুহূর্ত। হাদীস শরীফে ঐ সময় দু'আ করার ব্যাপারে বিশেষ ফযীলত বর্ণিত রয়েছে। ইফতার প্রসঙ্গে হাদীসে বিভিন্ন দু'আ বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ্ (সা.) এ দু'আ পড়তেন:
اللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
হে আল্লাহ্! আমি তোমার জন্য রোযা রেখেছি এবং তোমারই দেয়া রিযিকে রোযা খুলছি (আবু দাউদ)।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৬৭) ইফতারের সময় | (০৬৯) ইফতার করানোর ফযীলত |
সূচীপত্র | এরকম আরো পেইজ |