সূর্যাস্তের পর সাথে সাথে ইফতার করা সুন্নাত। যখন নিশ্চিতরূপে জানতে পারবে যে, সূর্যাস্ত হয়ে গিয়েছে তখনই ইফতার করতে হবে।
সূর্যাস্তের পর মাগরিবের নামায আদায়ের পূর্বেই ইফতার করা মুস্তাহাব (আলমগীরী)।
হযরত উমর ফারুক (রা.) বলেন, রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন: যখন রাত আসবে দিন চলে যাবে, তখন রোযাদারগণ ইফতার করবে (মুসলিম)।
খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে। সূর্যাস্তের পূর্বে ইক্কার সামনে নিয়ে বসে সূর্যাস্তের জন্য অপেক্ষা করা মুস্তাহাব। তাতে আল্লাহ্ তা'আলা সন্তুষ্ট হন।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৬৬) ইফতারের ফযীলত | (০৬৮) ইফতারের দু'আ |
সূচীপত্র | এরকম আরো পেইজ |