রোযাদারকে ইফতার করানোর মধ্যেও বিশেষ সাওয়াব রয়েছে। এ সম্পর্কে নবী কারীম (সা.) বলেছেনঃ যে ব্যক্তি কোন রোযাদারকে ইফ্ফার করাবে অথবা কোন মুজাহিদকে জিহাদের আসবাব প্রদান করবে সে রোযা ও জিহাদের অনুরূপ সাওয়াব লাভ করবে।
অন্য এক বর্ণনায় রয়েছে রাসূলুল্লাহ্ (সা.) বলেছেনঃ যে ব্যক্তি কোন রোযাদারকে ইফতার করাবে তা তার জন্য গুনাহ মাফের ও জাহান্নামের আগুন হতে নাজাতের কারণ হবে এবং সে ঐ রোযাদারের সমপরিমাণ সাওয়াব লাভ করবে। এতে রোযাদারের সাওয়াব বিন্দুমাত্র কম হবে না। সাহাবাগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলাল্লাহ্! আমাদের প্রত্যেকেরই তো রোযাদারকে ইফতার করানোর সামর্থ নেই। তখন রাসূলুল্লাহ্ (সা.) বললেন: (পেট ভর্তি করে খাওয়ান জরুরী নয়) যে ব্যক্তি রোযাদারকে একঢোক দুধের শরবত অথবা একটি খেজুর বা একটু পানি দ্বারা ইফতার করাবে তাকেও আল্লাহ্ তা'আলা এই সাওয়াব দান করবেন (বায়হাকী)।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৬৮) ইফতারের দু'আ | (০৭০) ইফতার সম্পর্কিত মাসাইল |
সূচীপত্র | এরকম আরো পেইজ |