ই'তিকাফকারী ব্যক্তি তিন ধরণের প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারে। যেমন:
ই'তিকাফকারী ব্যক্তি শরয়ী প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে। যেমন, জুমু'আ ও দুই ঈদের নামায। মিনারার দরজা মসজিদের বাইরে থাকলেও ই'তিকাফকারী ব্যক্তি মিনারায় গিয়ে আযান দেওয়ার জন্য মসজিদ থেকে বের হতে পারবে (শামী, ২য় খণ্ড)।
ই'তিকাফকারী ব্যক্তি এমন সব মানবীয় প্রয়োজনে মসজিদের বাইরে যেতে পারবে, যে কাজগুলো একান্ত প্রয়োজন এবং তা মসজিদে বসে করাও যায় না। যেমন, মলমূত্র ত্যাগ করা এবং ফরয গোসল আদায় করা।
একান্ত অত্যাবশ্যকীয় প্রয়োজনেও ই'তিকাফকারী ব্যক্তি মসজিদ থেকে বের হতে পারবে।
যেমন মসজিদ বিধ্বস্ত হয়ে গেলে, যালিম ব্যক্তি ই'তিকাফকারী ব্যক্তিকে মসজিদ থেকে বের করে দিলে অথবা কোন অত্যাচারীর কারণে নিজের জান অথবা মাল ধ্বংস হয়ে যাওয়ার আশংকা থাকলে ই'তিকাফকারী ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে অন্য কোন কাজে লিপ্ত না হয়ে সঙ্গে সঙ্গেই অন্য মসজিদে ই'তিকাফের জন্য চলে যাবে (মারাকিল ফালাহ্)।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৮৩) ই'তিকাফকারীর জানাযার সালাতে অংশগ্রহণ | (০৮৫) ই'তিকাফ ফাসিদ হলে তার হুকুম |
সূচীপত্র | এরকম আরো পেইজ |