ই'তিকাফকারী রোগী দেখতে অথবা জানাযার সালাত আদায় করার জন্য মসজিদ থেকে বের হতে পারবে না। তবে নফল ই'তিকাফকারী রোগী দেখার উদ্দেশ্যে অথবা জানাযার সালাতে অংশগ্রহণের উদ্দেশ্যে মসজিদ থেকে বের হতে পারবে। যদি কোন ই'তিকাফকারী ব্যক্তি কোন বৈধ কাজ যেমন, মানবীয় প্রয়োজন অথবা জুমু'আর সালাতের জন্য বের হওয়ার পর পথে কোন রোগী দেখে নেয় অথবা উপস্থিত জানাযার সালাত কোন রোগী দেখতে গেল অথবা জানাযার সালাত আদায় করে নেয় তবে তা জায়িয (শামী, ২য় খণ্ড)।
কেউ যদি ই'তিকাফের মানত করার সময় এ নিয়্যত করে যে, সে ই'তিকাফ অবস্থায় রোগী দেখতে যাবে, জানাযার সালাত আদায় করতে যাবে এবং ইল্ল্মী মজলিসে উপস্থিত হবে তবে তার জন্য ই'তিকাফ অবস্থায় এ কাজসমূহের জন্য মসজিদ থেকে বের হওয়ার জায়িয (শামী ২য় খণ্ড ও আলমগীরী, ১ম খণ্ড)।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৮২) ই'তিকাফকারীর জন্য জুমু'আর সালাতে অংশগ্রহণ | (০৮৪) যে সব কারণে ই'তিকাফকারী মসজিদ থেকে বের হতে পারেন |
সূচীপত্র | এরকম আরো পেইজ |