পাঞ্জেগানা মসজিদে ই'তিকাফকারী ব্যক্তি জুমু'আর নামায আদায়ে উদ্দেশ্যে নিজ মসজিদ থেকে বের হয়ে নিকটবর্তী জুমু'আর মসজিদে গিয়ে জুমু'আর নামায আদায় করতে পারবে।
ই'তিকাফকারী ব্যক্তি জুমু'আর মসজিদে গিয়ে ফরযের পূর্ববর্তী সুন্নাত, খুতবা, জুমু'আর ফরয আদায় এবং জুমু'আর ফরযের পরবর্তী ছয় রাক'আত সুন্নাত আদায় করা পরিমাণ সময় পর্যন্ত জুমু'আর মসজিদে অবস্থান করতে পারবে। উপরোক্ত উদ্দেশ্যে জুমু'আর মসজিদ নিকটবর্তী হলে যাওয়ালের পরে এবং দূরবর্তী হলে এতটুকু সময় পূর্বে নিজ মসজিদ থেকে বের হবে যেন ফরযের পূর্ববর্তী সুন্নাত আদায় করা যায় এবং খুত্বা শুনা যায়। পাঞ্জেগানা মসজিদে ই'তিকাফকারী ব্যক্তি যদি জুমু'আর মসজিদে নামায আদায় করতে গিয়ে নামায আদায়ের পরেও সেখানে অবস্থান করে তবে তাতে ই'তিকাফ ফাসিদ হবে না। এমনকি যদি ঐ জুমু'আর মসজিদে একদিন একরাত অবস্থান করে অথবা ঐ জুমু'আর মসজিদে অবস্থান করেই ইতিফাক পূর্ণ করে তাতেও ই'তিকাফ ফাসিদ হবে না। তবে প্রয়োজন ব্যতিত এরূপ করা মাকরূহ তানযীহ (আলমগীরী, ১ম খণ্ড ও শামী, ২য় খণ্ড)।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৮১) ই'তিকাফকারীর জন্য নাজায়িয কাজসমূহ | (০৮৩) ই'তিকাফকারীর জানাযার সালাতে অংশগ্রহণ |
সূচীপত্র | এরকম আরো পেইজ |