১. অহেতুক কথা না বলা। যথাসম্ভব পূণ্যের আলোচনায় মশগুল থাকা।
২. উত্তম মসজিদ নির্বাচন করা। যেমন, মসজিদে হারাম বা জামে মসজিদ ইত্যাদি।
৩. বেশী বেশী করে কুরআন শরীফ এবং হাদীস শরীফ পাঠ করা।
৪. যিকর করা।
৫. ইলুমে দীন শিক্ষা করা।
৬. ইলমে দীন শিক্ষা দেওয়া।
৭. সীরাতুন্নবী (সা.) অধ্যয়ন করা।
৮. আম্বিয়া এবং আউলিয়ায়ে কেরামের জীবনী পাঠ করা।
৯. শরয়ী আহকামের কিতাবাদি পাঠ ও রচনা করা।
১০. যে সব কথায় গোনাহও নেই এবং সাওয়াব নেই, অর্থাৎ মোবাহু কথা প্রয়োজন ছাড়া না বলা (আলমগীরী, ১ম খণ্ড, শামী, ২য় খণ্ড ও মারাকিল ফালাহ্)।
¶
তথ্যসূত্র
ফাতাওয়া ও মাসাইল ৪র্থ খন্ড (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)
পূর্ববর্তী পেইজ
পরবর্তী পেইজ
(০৭৭) ই'তিকাফের নিয়ম
(০৭৯) যে যে কারণে ই'তিকাফ, ভঙ্গ হয়
সূচীপত্র
এরকম আরো পেইজ