১. নিয়্যত করা। নিয়্যত করা ব্যতীত ই'তিকাফ করলে ই'তিকাফ সহীহ হবে না।
২. পুরুষের জন্য এ রকম মসজিদ হতে হবে, যেখানে জামা'আতের সাথে সালাত আদায় করা হয়। (তবে নফল ই'তিকাফ যে কোন মসজিদেই হতে পারে)। মহিলাগণ নিজেদের ঘরের সালাত আদায়ের স্থানে ই'তিকাফ করবে। তারা প্রয়োজন ব্যতীত এ স্থান থেকে বের হবে না।
৩. রোযা রাখা, তবে নফল ই'তিকাফের জন্য রোযা রাখা শর্ত নয়।
৪. মুসলমান হওয়া, কেননা কোন অমুসলিম ব্যক্তি ইবাদতের যোগ্যতা রাখে না।
৫. আকিল-জ্ঞানবান হওয়া। প্রাপ্তবয়স্ক বা বালিগ হওয়া। ই'তিকাফ সহীহ্ হওয়ার জন্য শর্ত নয়। এ জন্য জ্ঞানবান অপ্রাপ্ত বয়স্ক বালক-বালিকার ই'তিকাফও সহীহ হয়, যেমনিভাবে তাদের নামায ও রোযা দুরস্ত হয়।
৬. নারী পুরুষ সকলের জানাবাত বা গোসল ফরয হয় এমন অপবিত্রতা থেকে এবং নারীদের হায়িয ও নিফাস থেকে পবিত্র হওয়া (আলমগীরী, ১ম খণ্ড ও বাদায়েউস্ সানায়ে, ২য় খণ্ড)।