ই'তিকাফের ফযীলত ও উপকারিতা অপরিসীম। কেননা দুনিয়ার সবরকম ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে, নিভৃতে আল্লাহর ইবাদত করার জন্য ই'তিকাফ করা হয়। ই'তিকাফকারী পুরুষ ও মহিলা বহু ধরণের গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন। বান্দা ই'তিকাফ অবস্থায় আল্লাহ্ তা'আলার দরবারে উপস্থিত থাকে। এ জন্য আল্লাহর কাছে সে খুবই মর্যাদাসম্পন্ন হয় এবং আল্লাহ্ তা'আলা তাকে রহমত, অনুগ্রহ ও ক্ষমার দৃষ্টিতে দেখেন। ই'তিকাফকারী ব্যক্তি পুরো সময় ইবাদতের মধ্যে গণ্য হয়ে থাকে। আতা আল-খোরাসানী (র.) বলেছেন, ই'তিকাফকারী সেই ব্যক্তির ন্যায়, যে নিজেকে আল্লাহর সম্মুখে সোপর্দ দিয়েছে এবং বলছে যে, আমি এ স্থান ত্যাগ করব না, যতক্ষণ না আমাকে ক্ষমা করা হয়। এজন্যও ই'তিকাফের গুরুত্ব অপরিসীম যে ই'তিকাফের মধ্যে বান্দা আল্লাহর ঘরে ইবাদতে মশগুল রাখার মাধ্যমে নিজের অসহায়ত্বের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে (বাদাউস্ সানায়ে, ২য় খণ্ড)।
ই'তিকাফের মধ্যে অন্তরকে দুনিয়াবী বিষয় থেকে মুক্ত করা হয়, নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করা হয়, আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ রাখা হয় এবং আল্লাহর ঘরে নিজেকে সবসময় আটকিয়ে রাখা হয়। অধিকন্তু ই'তিকাফকারী ব্যক্তি আল্লাহর ঘরের সঙ্গে নিজেকে স্থায়ীভাবে সম্পৃক্ত করে রাখে, যেন আল্লাহ্ তাকে ক্ষমা করে দেন। ই'তিকাফ সর্বশ্রেষ্ঠ আমল যদি তা একনিষ্ঠতার সঙ্গে হয়ে থাকে (বাহরুর রাইক, ২য় খণ্ড)।
হযরত সাঈদ ইব্ন জুবাইর হযরত আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা.) ই'তিকাফকারী ব্যক্তি সম্পর্কে ইরশাদ করেছেন যে, সে ই'তিকাফ এবং মসজিদে বদ্ধ থাকার কারণে গোনাহ থেকে বেঁচে থাকে এবং তার নেকীর হিসাব সব ধরণের নেক কাজ সম্পাদনকারী ব্যক্তির ন্যায় জারী থাকে (ইবন মাজা)।
বান্দা যখন ই'তিকাফের নিয়্যতে নিজেকে মসজিদে আটকিয়ে রাখে তখন যদিও সে সালাত, যিকির ও তিলাওয়াত ইত্যাদি ইবাদতের মাধ্যমে বহু সওয়াব অর্জন করতে সক্ষম হয়, কিন্তু এর পাশাপাশি কিছু কিছু সাওয়াবের কাজ থেকেও সে বঞ্চিত হয়। সে রোগীর সেবা করতে পারে না। ইয়াতীম, বিধবা, নিঃস্ব ও সর্বস্বান্তের সহযোগিতা করতে পারে না, কোন মৃত ব্যক্তিকে গোসল দিতে পারে না, জানাযার নামাযে শরীক হতে পারে না- যেগুলো খুবই পূণ্যের কাজ বলে হাদীসে শরীফে বর্ণিত হয়েছে। সে জন্য উল্লিখিত হাদীসে ই'তিকাফকারী ব্যক্তির জন্য এ সুসংবাদ দেওয়া হয়েছে যে, তার আমলনামায় সেইসব ইবাদতের সাওয়াবও লেখা হবে, ই'তিকাফের কারণে যে গুলো থেকে সে বঞ্চিত হয়েছিল।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৭২) ই'তিকাফের সংজ্ঞা, উদ্দেশ্য ও স্থান | (০৭৪) রামাযানে ই'তিকাফের ফযীলত ও গুরুত্ব |
সূচীপত্র | এরকম আরো পেইজ |