ই'তিকাফ-এর শাব্দিক অর্থ অবস্থান করা, কোন বস্তুর ওপর স্থায়ীভাবে থাকা। ই'তিকাফের মধ্যে নিজের সত্তাকে আল্লাহর ইবাদতের মধ্যে আটকিয়ে রাখা হয় এবং নিজেকে মজিদ হতে বের হওয়া ও পাপাচারে লিপ্ত হওয়া থেকে বিরত রাখা হয়। শরী'আতের পরিভাষায় ই'তিকাফের নিয়্যতে পুরুষের ঐ মসজিদে অবস্থান করা যেখানে পাঁচ ওয়াক্ত নামায জামা'আতের সাথে আদায় করা হয় অথবা কোন মহিলার নিজ ঘরে নামাযের স্থানে অবস্থান করাকে ই'তিকাফ বলা হয়।
ই'তিকাফের উদ্দেশ্য হল, দুনিয়ার সবরকম ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর সন্তুষ্টি লাভের নিমিত্তে একমাত্র তাঁর ইবাদতে মশগুল থাকা।
যে মসজিদে নিয়মিতভাবে আযান, ইকামত সহকারে জামা'আতের সাথে নামায আদায় হয় সেই মসজিদেই ই'তিকাফ করা সহীহ হবে। ই'তিকাফের সর্বোত্তম স্থান মসজিদুল হারাম, এরপর মসজিদে নববী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরপর মাসজিদে আক্সা। এরপর ঐ জুমু'আর মসজিদ, যেখানে পাঁচ ওয়াক্ত নামায জামা'আতের সাথে আদায় করা হয়। এরপর সে মসজিদ যেখানে মুসল্লির সংখ্যা অধিক হয়ে থাকে (শামী, ২য় খণ্ড ও আলমগীরী, ১ম খণ্ড)।
ইমাম আযম আবূ হানীফা (র.) থেকে বর্ণিত আছে যে, ই'তিকাফ সহীহ্ হবে এমন মসজিদে যেখানে পাঁচ ওয়াক্ত নামায জামা'আতের সঙ্গে আদায় করা হয় (হিদায়া, ১ম খণ্ড)।
ইমাম জালালুদ্দীন যায়লাঈ (র.) 'কেফায়া' গ্রন্থে হিদায়া কিতাবে উল্লিখিত কথাটির ব্যাখ্যায় লিখেছেন, ইমাম আযম আবূ হানীফ (রা.)-এর বক্তব্যে জুমু'আর মসজিদ ব্যতিত অন্য মজিদের কথা বুঝাতে চেয়েছেন। কারণ যেখানে জুম'আর নামায আদায় করা হয় সেখানে অবশ্যই ই'তিকাফ সহীহ হয় (ফাতহুল কাদীর, ২য় খণ্ড)।
মহিলাগণ নিজ ঘরে নামাযের জন্য নির্ধারিত জায়গায় ই'তিকাফ করবেন। নামাযের জন্য জায়গা নির্ধরিত না থাকলে ই'তিকাফে বসার সময় তা নির্ধারিত করে নিলেও সহীহ্ হবে। মসজিদে ইতিকাফে করা তাদের জন্য মাকরূহ (শামী, ২য় খণ্ড)।
মানতের ই'তিকাফের জন্য রোযা রাখা শর্ত। সুতরাং মানতের ই'তিকাফ কমপক্ষে একদিন করতে হবে। কেননা একদিনের কম সময়ে রোযা সহীহ হয় না। এ ছাড়া রামাযানের শেষ দশদিন ই'তিকাফ করা সুন্নাতে মু'আক্কাদায়ে কিফায়া। নফল ইতিকাফের জন্য নির্ধারিত কোন সময় নেই এবং এর জন্য রোযা রাখাও শর্ত নয়। এ ই'তিকাফ অল্প কিছুক্ষণের জন্যও হতে পারে এমনকি মসজিদে না বসে মসজিদ অতিক্রম করার সময়ও নফল ই'তিকাফের নিয়্যত করলে তা সহীহ্ হবে (তাহতাবী)।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৭১) ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার করা | (০৭৩) ই'তিকাফের ফযীলত ও উপকারিতা |
সূচীপত্র | এরকম আরো পেইজ |