সূর্যাস্তের পর বিলম্ব না করে সাথে সাথে ইফতার করা উত্তম। মাগরিবের নামাযের আগে ইফতার করা মুস্তাহাব (আলমগীরী, ১ম খণ্ড)।
এ সম্পর্কে নবী করীম (সা.) বলেন: মানুষ কল্যাণের সাথে থাকবে যতদিন সূর্যাস্তের পর বিলম্ব না করে ইফতার করবে (বুখারী ও মুসলিম)।
হাদীস শরীফে বর্ণিত রয়েছে যে, তিনটি বিষয় নবীগণের সুন্নাতের অন্তর্ভূক্তঃ
তবে মেঘাচ্ছন্ন দিনে সুর্য ডুবে যাওয়ার ব্যাপারে নিশ্চিত না হয়ে ইফতার করবে না (শামী, ২য় খণ্ড)।
বিলম্বে ইফতার করা মাকরূহ অর্থাৎ নক্ষত্রের আলো বিচ্ছুরিত হওয়া পর্যন্ত বিলম্ব করে ইফতার করা মাকরূহ। তবে মেঘাচ্ছন্ন দিনে শীঘ্র ইফতার করা মুস্তাহাব নয়। এ রকম দিনে যখন পূর্ণ বিশ্বাস হবে যে, সূর্য ডুবেছে তখনই ইফতার করবে। এর পূর্বে ইফতার করবে না। এমনকি সময়ের পূর্বেও আযানের শব্দ শুনা গেলেও ইফতার করবেনা (শামী, ২য় খণ্ড)।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৭০) ইফতার সম্পর্কিত মাসাইল | (০৭২) ই'তিকাফের সংজ্ঞা, উদ্দেশ্য ও স্থান |
সূচীপত্র | এরকম আরো পেইজ |