সাহরী খাওয়া মুস্তাহাব। এর জন্য উপযুক্ত সময় হল রাতের শেষ ভাগ।
ফকীহ্ আবুল লাইস সমরকান্দী (র.) বলেন, সাহরীর জন্য উপযুক্ত সময় হল রাতের ষষ্ঠাংশ। অর্থাৎ সূর্যাস্ত থেকে সুবহি সাদিক পর্যন্ত যে কয় ঘন্টা হয় তার ছয় ভাগের শেষ ভাগ (আলমগীরী, ১ম খণ্ড)।
বিলম্বে সাহরী গ্রহণ করা মুস্তাহাব। তবে সুবৃহি সাদিক হয়ে যাওয়া এবং রোযায় সন্দেহ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেওয়ার সময় পর্যন্ত বিলম্ব করা মাকরূহ। সুবহি সাদিকের পূর্ব পর্যন্ত সাহরী খাওয়া জায়িয। এরপরে জায়িয নেই (আলমগীরী, ১ম খণ্ড)।
সাহরীর আদব সমূহের অন্যতম হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা। হারাম ও সন্দেহযুক্ত খাদ্য পরহেয করা। অতি ভোজন থেকে বিরত থাকাও সাহরীর আর একটি আদব। অর্থাৎ পরিমিত আহার করবে। এ পরিমাণ আহার করবেনা যাতে কষ্ট হয় ও ঢেকুর উঠে।
সাহরীর জন্য খাদ্য গ্রহণ সম্ভব না হলে অন্তত এক গ্লাস পানি হলেও পান করে নিবে। এতে সাহীর বরকত ও সাওয়াব লাভ হবে।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৬৩) সাহরীর ফযীলত | (০৬৫) সাহরী সম্পর্কিত মাসাইল |
সূচীপত্র | এরকম আরো পেইজ |