যে জায়গায় সদাসর্বদা মেঘ অথবা অন্য কোন কারণে কখনো চাঁদ দেখা সম্ভব হয় না সেখানে নিকটবর্তী যে রাষ্ট্রের শরীয়াতের নিয়মাবলী মেনে চাঁদের ফয়সালা প্রদান করা হয় সে রাষ্ট্রের ফয়সালা নিজ দেশের জন্যও প্রযোজ্য বলে বিবেচিত হবে।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৬১) বিভিন্ন দেশে সফর করার ফলে রোযা ত্রিশ দিনের অধিক বা উনত্রিশ দিনের কম হওয়া প্রসঙ্গে | (০৬৩) সাহরীর ফযীলত |
সূচীপত্র | এরকম আরো পেইজ |