রামাযানের মধ্যে কেউ এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পর সে দেশে রামাযান মাস চলতে থাকলে বা রামাযান মাস শেষ হলে সে দেশবাসীর ন্যায় তাকে রোযা ও ঈদ পালন করতে হবে। এ ক্ষেত্রে তার রোযা ত্রিশদিনের অধিক হলেও সে দেশবাসীর অনুসরণে তাকে রোযা রাখতে হবে। যে ত্রিশ দিনের অধিক সে রোযা রেখেছে তা নফল হিসাবে গণ্য হবে। আর যদি উনত্রিশ দিনের কম হয় তবে সে দেশবাসীর অনুসরণে তাদের সাথে ঈদ পালন করবে। পরে উক্ত রোযার কাযা করে নিবে (আহসানুল ফাতাওয়া, ৪র্থ খণ্ড)।