শরী'আতের দৃষ্টিতে জ্যোতির্বিদ ও আবহাওয়াবিদদের কথা অনুযায়ী রোযা রাখা বা না রাখা কোনটিই সাব্যস্ত হবে না। রোযা, ঈদ ইত্যাদি সাব্যস্ত হবে চাঁদ প্রত্যক্ষ করার দ্বারা এ বিষয়ে আলিমগণ একমত। কেননা নবী করীম (সা.) ইরশাদ করেছেন: তোমরা চাঁদ দেখে রোযা রাখো এবং চাঁদ দেখে ঈদুল ফিতর কর, আর যদি রামাযানের চাঁদ দেখা না যায়, তাহলে শা'বানের ত্রিশদিন পূর্ণ করো।