যেহেতু অমুসলিম দেশে ইমাম বা কাযী নেই, তাই মুসলিম বিচারক থাকলে তার নিকট চাঁদের সাক্ষ্য প্রদান করতে হবে। যদি মুসলিম বিচারক না থাকেন বা তিনি ইসলামী শরীয়াত অনুযায়ী ফয়সালা না করেন তাহলে স্থানীয় বিশিষ্ট আলিমের নিকট সাক্ষ্য প্রদান করবে। যদি এলাকায় কোন বিশিষ্ট আলিমও না থাকেন, তাহলে স্থানীয় মসজিদে সবার সামনে চাঁদ দেখার সাক্ষ্য প্রদান করবে। এভাবে চাঁদ দেখা স্বীকৃত হওয়ার পর তা ঐ দেশের নিকটবর্তী অঞ্চলে গ্রহণযোগ্য হবে। কিন্তু পাশ্ববর্তী মুসলিম দেশ সমূহে তা গ্রহণীয় হবে না। কারণ অমুসলিমদের নিয়ন্ত্রনাধীনে পরিচালিত সংবাদ মাধ্যমে প্রাপ্ত খবর শরয়ী ব্যাপারে গ্রহণ করা যায় না।