কেউ কেউ মনে করেন যে, মুসলিম মিল্লাতের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সারা বিশ্বে একইদিন রোযা আরম্ভ এবং একই দিনে ঈদ উদ্যাপন করা আবশ্যক। কিন্তু তাদের এই বক্তব্যের সমর্থনে পবিত্র কুরআন ও হাদীসে কোন প্রমাণ নেই। তাছাড়া:
صُومُوا لِرُؤْيَتِهِ وَ أَفْطِرُوا لِرُؤْيَتِهِ
"তোমরা চাঁদ দেখে রোযা রেখো এবং চাঁদ দেখে ঈদ করো"
এই হাদীসের উপর সকল এলাকার লোকের আমল করা সম্ভব নয়। তখন চাঁদ দেখা সত্ত্বেও বিশ্বের কোন কোন অঞ্চলের লোক রোযা ও ঈদ পালন করতে পারবে না এবং চাঁদ না দেখেও কোন কোন অঞ্চলের লোকদের (একই দিনে রোযা ও ঈদ করার স্বার্থে) রোজা ও ঈদ পালন করতে হবে। অথচ তা যেমন বাস্তব সম্মত নয় তেমন হাদীসেরও পরিপন্থি।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৫৭) ইত্তিলাফে মাতালি-এর হুকুম | (০৫৯) অমুসলিম দেশ থেকে প্রাপ্ত চাঁদ দেখার খবর |
সূচীপত্র | এরকম আরো পেইজ |