يُخَٰدِعُونَ ٱللَّهَ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَمَا يَخۡدَعُونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ
(প্রথম পারা, সুরা বাকারা, রুকু-২১)
অর্থাৎ "এই সমস্ত মুনাফিকরা আল্লাহ এবং মুমিনগণকে প্রতারিত করতে চায়। অথচ তারা যে নিজদিগকে ভিন্ন আর কাকেও প্রতারিত করে না, তা তারা বুঝতে পারেনা"।
এই আয়াতের মধ্যে বাহ্যিক অর্থে মুনাফিকদের সমালোচনা এবং তাদের দোষ বর্ণনা করা হয়েছে। কিন্তু গভীর দৃষ্টি দিলে প্রতীয়মান হবে যে, একই সাথে এতে হুযুর (দঃ) এর সম্মান এবং শ্রেষ্ঠত্ব ও প্রমান করা হয়েছে, সুবহানাল্লাহ। তাফসীরে খাযেন এর মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে, মুনাফিকরা আল্লাহকে কিভাবে প্রতারিত করতে পারে? উত্তরে বলা হয়েছে
[আরবী]
অর্থাৎ মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চায় বলে, তদ্বারা রাসুলের সত্ত্বাকেই উদ্দেশ্য করা হয়েছে। মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চায় অর্থাৎ রাসূল (দঃ) কেই তাঁরা ধোকা দিতে চায়।
বুঝা গেল আল্লাহ তাআল্লার সাথে রাসুল পাক (দঃ) এমন ঘনিষ্টতা যে, রাসূল (দঃ) কে ধোঁকা দেয়ার চেষ্টা করা অর্থ স্বয়ং রাবুল আলামীনকেই ধোকা দেয়ার চেষ্টা করার শামিল। তাফসীরে মদারেকে ইরশাদ হয়েছে যে, উপরোক্ত আয়াতখানা বায়য়াতের আয়াতের মতই। অর্থাৎ যারা আপনার পবিত্র হস্তে বায়য়াত গ্রহণ করেছে, তাদের জানা প্রয়োজন, আল্লাহর কুদরতী হাত তাদের হাতের উপর ছিল। অন্য জায়গায় ইরশাদ হয়েছে, হে আমার প্রিয় মাহবুব। আপনি যে কঙ্কর নিক্ষেপ করেছেন তা বরঞ্চ স্বয়ং রাব্বুল আলামীনই নিক্ষেপ করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ স্বীয় মাহবুব (দঃ) এর কাজ মুবারককে নিজেরই কাজ বলে ইরশাদ করেছেন।
[উর্দূ]
অর্থাৎ তাঁর কালাম মুলতঃ আল্লাহরই কালাম, যদিও তা বান্দার কন্ঠে ধ্বনিত।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০০৫) আয়াতঃ ২ | (০০৭) আয়াতঃ ৪ |
সূচীপত্র | এরকম আরো পেইজ |