রছুলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি অছাল্লাম মে'রাজ থেকে ফিরে এসে সকালে ঘুমিয়ে যান। হযরত জিবরিল আলাইহিছ ছালাম রছূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি অছাল্লামকে ঘুমাতে দেখে ফিরে যান। জোহরের সময় হযরত জিবরিল আলাইহিছছালাম পূনরায় রছূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি অছাল্লাম এর কাছে আসেন। রছুলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি অছাল্লাম এরশাদ করেন- জিবরিল আমার ঘরে আসেন। আমাকে সঙ্গে নিয়ে জোহরের নামাজ শিক্ষা দেন ও জোহরের ইমামতি করেন। এমনিভাবে আছর, মাগরিব, এশা ও ফজরের নামাজ শিক্ষা দেন ও ইমামতি করেন। তিনি অজু গোছল সহ নামাজের প্রথম হতে শেষ পর্যন্ত (ছুরা কেরাত, আত্তাহিয়্যাতু, দুরুদ, তাছবীহ, রুকু, ছেজদা) সব কিছুর নিয়ম কানুন রছূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি অছাল্লামকে শিখান। আল্লাহ তাআ'লা নামাজের এসকল নিয়ম-কানুন জিবরিল আলাইহিছ ছালামকে শিক্ষা দেন ।
নামাজের নিয়ম কানুনের মধ্যে রছুলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি অছাল্লাম এর নিজস্ব কোন চিন্তা-ভাবনা বা মতামত নেই। রছুলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি অছাল্লাম জিবরিল আলাইহিছছালাম এর শিক্ষা অনুযায়ী নিজে নামাজ আদায় করেছেন এবং ছাহাবায়ে কেরামগণকে হুবহু সে সব নিয়ম কানুন শিক্ষা দিয়ে সেমতে নামাজ আদায় করতে বলেছেন।
রছূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি অছাল্লাম বলেন-
[আরবী]
অর্থাৎ তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখছো ঠিক সেভাবেই নামাজ আদায় করো।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০০৪) নামাজ মুমিনের জন্য উপহার | (০০৬) নামাজ কেন পড়ি ? |
সূচীপত্র | এরকম আরো পেইজ |