আউযু বিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম। বিছমিল্লাহির রাহমানির রাহীম। লাকাদ জা'আকুম রাছুলুম মিন আনফুছিকুম, আজিজুন আলাইহি মা আনিত্তুম, হারিছুন আলাইকুম, বিল মু'মিনিনা রাউফুর রাহিম ।
ওয়া কালাল্লাহু তায়ালা ফি শানি হাবীবিহী ওয়া মাহবুবিহী ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরাঃ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউছাল্লুনা আলান নাবিয়্যি-ইয়া আইয়্যুহাল্লাজীনা আমানু ছাল্লু আলাইহি ওয়া ছাল্লিমু তাছলিমা ।
আল্লাহুম্মা ছাল্লিয়ালা ছাইয়িদিনা মাওলানা মোহাম্মদ
ওয়া আলা আলে ছাইয়িদিনা মাওলানা মোহাম্মদ ।
০১। প্রেমাগুণে জ্বলে মরি, ওহে খোদা রাব্বানা-
আমি যার প্রেমের পাগল, সে তো সোনার মদিনা।। ঐ
০২। ওগো খোদা দয়া কর, নছিব কর মদিনা-
নবীজীকে না দেখাইয়া, কবরেতে নিওনা ।। ঐ
০৩। কোথায় রইলেন দয়াল নবীজী, আমাদেরকে ছাড়িয়া-
আপনার এতিম উম্মত কান্দে, নবী নবী বলিয়া ।। ঐ
০৪। কোথায় রইলেন দয়াল নবীজী, আমাদেরকে ছাড়িয়া-
আপনি বিনে কি লাভ হবে, এই ধরাতে বাঁচিয়া ।। ঐ
০৫। মদিনা মদিনা বলে, কান্দি আমি জারেজার-
দেখা দেন গো দয়াল নবী, ডাকি আপনায় বারংবার।। ঐ
০৬। মদিনা মদিনা বলে, কান্দে মন পাপিয়া -
মদিনা নামের তছবিহ, ফিরি গলে লইয়া।। ঐ
০৭। আমরা সবাই অধম পাপী, আপনাকেতো চিনলাম না-
সেই কারণে রোজ হাশরে, আমাদেরকে ভুইলেন না ।।
০৮। কঠিন হাশরের দিনে, কেউ তো কারো হবে না-
উম্মতি উম্মতি বলে- কাঁদবেন নবী দিওয়ানা ।। ঐ
০৯। নবীর জন্য যার প্রাণ এই দুনিয়ায় কান্দেনা-
রোজ হাশরে সেই পাপীরা, নবীর দেখা পাইবেনা ।। ঐ
১০। আল্লাহ আল্লাহ জিকির কর, দরূদ পড় সবজনা-
রোজ হাশরে তরাইবেন- দয়াল নবী মোস্তফা।। ঐ
১১। মদিনাতে শুয়ে আপনি, (ইয়া রাসুলাল্লাহ) মোদের সালাম শুনতে পান-
কেমনে যাব মদিনাতে, সে পথ আমায় বলে দেন।। ঐ
১২। এশকের দরিয়ায় ডুব দেও রে মন, দেখবে নবীজীর দীদার-
খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আঁধার ।। ঐ
১৩। দিবানিশি মনরে আমার, আর দিওনা যন্ত্রণা-
ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা । । ঐ
১৪। যার লাগিয়া কান্দরে মন, সে তো সোনার মদিনা-
স্বপ্নযোগে দেখতে পাবে, হলে তাঁহার দিওয়ানা ।। ঐ
১৫। দেহকে কাবা বানাইয়া, দিলকে বানাও মদিনা-
দিলের আয়নায় দিবেন দেখা, নূর নবী মোস্তফা।। ঐ
আল্লাহুম্মা ছাল্লি আলা ছাইয়িদিনা মোহাম্মদ-
নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মোহাম্মদ ।। ২ বার
০১। আদম যখন মাটি পানি, মোর নবী খোদার রাসুল-
যাঁর উপরে পড়েন দরূদ আল্লাহ ও ফেরেস্তাকুল ।। ঐ
০২। স্বয়ং খোদা আশেক হয়ে, দোস্তি করলেন যার সাথে-
নামে দিলেন নাম মিশাইয়া, দেখনা চেয়ে কলেমাতে ।। ঐ
০৩। কুফরীর অন্ধকারে, যখন ছিল এই ধরা-
কোরআন লয়ে আসলেন ভবে, নূর নবী মোস্তফা ।। ঐ
০৪। আদম হাওয়া যত নবী, ফকির দরবেশ সব ইতি
সবাই গাহেন তব গীতি, ছাল্লি আলা মোহাম্মদ ।। ঐ
০৫। আকাশের ফেরেস্তারা, কাতারে কাতারে খাড়া-
রওজা পাকে পড়েন তারা, ছাল্লি আলা মোহাম্মদ ।। ঐ
০৬। হাদীসেতে আছে লেখা, সত্তর হাজার ফেরেস্তারা-
রওজায় বিছায় নূরের পাখা, ছাল্লি আলা মোহাম্মদ ।। ঐ
০৭। কোরআনেতে বলেন খোদা, শুন যত মুমিন জনা-
আমি পড়ি তোমরা পড়, ছাল্লি আলা মোহাম্মদ ।। ঐ
০৮। এই নামের মহিমা বড়, এই নামকে উছিলা ধর-
এই নাম জপনা কর, ছাল্লি আলা মোহাম্মদ ।। ঐ
০৯। এই নামের দুশমন যারা, চির দুষ্ট পাপী তারা-
এই নাম শুনে দেয়না সাড়া, ছাল্লি আলা মোহাম্মদ ।। ঐ
১০।পশু পাখি সবাই বলে, আজকে মোদের খুশির দিন-
এই দিনেতে আসলেন ভবে, রাহমাতুল্লিল আলামীন ।। ঐ
১১।পশু পাখি সবাই চিনে, মানুষ হয়ে চিনলাম না-
ঈদ মিলাদে কঠিন দিলে, তাইতো খুশী আসেনা ।। ঐ
১২। ধন্য গো আমিনা বিবি, ধন্য আপনার জিন্দেগী-
আপনার ঘরে পয়দা হলেন- রাহমাতুল্লিল আলামীন ।। ঐ
১৩ । খোদার নূরে পয়দা তিনি, তাঁর নূরেতে আসমান জমীন-
নূরের নবী ছিলেন তিনি, ছায়া যাঁহার ছিলনা।। ঐ
১৪। আদমের ললাটেতে, সেই নূরের ঝলকেতে-
ফেরেস্তারা সেজদা করে, হাদীস খুলে দেখনা ।। ঐ
১৫। আবদুল্লাহর পেশানীতে, মা আমিনার সেকেমেতে-
সেই নূর আসলেন এই ধরাতে, হলো জগত উজালা ।।
১৬। জন্ম হয়ে শিশু নবী, না দেখিলেন বাপের মুখ-
ছয় বৎসরের কালে নবী, হারাইলেন মায়ের বুক ।। ঐ
১৭। আল্লাহ আল্লাহ, জিকির কর, দরূদ পড় সবজনা-
রোজ হাশরে তরাইবেন-দয়াল নবী মোস্তফা ।। ঐ
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(২৪) সারসংক্ষেপ | (২৬) তারপর লুরী পাঠঃ (দোলনার গজল) |
সূচীপত্র | এরকম আরো পেইজ |