হযরত মূসা আলাইহিস সালামের বিশ বছর বয়সে একদিন ফেরাউনের ঘর থেকে শহরে বেড়াতে বের হয়েছিলেন। তিনি পথে দু'ব্যক্তিকে পরস্পর ঝগড়া করতে দেখলেন। ওদের একজন ফেরাউনের বাবুর্চি ছিল এবং অপরজন মূসা আলাইহিস সালামের কউম বনী ইসরাইলের লোক ছিল। ফেরাউনের বাবুর্চী লাকড়ীর বোঝাটা লোকটির মাথায় তুলে দিয়ে ফেরাউনের বাবুর্চী খানায় নিয়ে যাবার জন্য চাপ দিচ্ছিল। হযরত মূসা আলাইহিস সালাম ব্যাপারটা উপলব্ধি করে বাবুচীকে বললেন, গরীব লোকটার প্রতি জুলুম করো না। কিন্তু সে কর্ণপাত করলো না বরং গালিগালাজ করতে লাগলো। এতে মূসা আলাইহিস সালামের রাগ এসে গেল এবং ওকে এক ঘুষি মারলেন। সেই ঘুষিতে সে মারা গেল এবং ওখানেই পড়ে রইলো।
নবীগণ মজলুমদের সাহায্যকারী হয়ে তশরীফ এনেছেন। নবীগণ সীরত, সুরত ও শক্তিতে সর্বশ্রেষ্ঠ হয়ে থাকেন। হযরত মূসা নবীর ঘুষিটা উল্লেখযোগ্য ছিল । তাই এক ঘুষিতে জালিমের জুলুম বন্ধ হয়ে গেল ।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৬৯) ফেরাউনের মেয়ে | |
সূচীপত্র | এরকম আরো পেইজ |