ফেরাউনের এক মেয়ে ছিল, যার শ্বেতী রোগ হয়েছিল। ফেরাউন বড় বড় ডাক্তার দ্বারা ওর চিকিৎসা করালো কিন্তু কোন ফল হয়নি। শেষ পর্যন্ত ভবিষ্যদ্বক্তাদের কাছে ওর সম্পর্কে জিজ্ঞেস করলো। ওরা বললো, এর আরোগ্য লাভ নদী থেকে পাওয়া যাবে। ঠিকই তাই হয়েছে। একদিন ফেরাউন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে নদীর তীরে বসেছিল। তখন হযরত মূসা আলাইহিস সালামের সিন্দুকটা ভেসে আসছিল । যখন এ সিন্দুকটা ফেরাউনের সামনে আনা হলো ও খোলা হলো, তখন মূসা আলাইহিস সালামকে দেখলো, তিনি স্বীয় আঙ্গুল চুষছিলেন। ফেরাউনের স্ত্রী আসিয়ার মনে মুসা আলাইহিস সালামের প্রতি খুবই মায়া হলো, তিনি ওকে উঠায়ে নিলেন । ফেরাউনের মেয়ের মনেও এ নুরানী শিশুর প্রতি খুবই মায়া হলো। সে হযরত মূসা আলাইহিস সালামের মুখের থুথু মুবারক নিয়ে স্বীয় শরীরে মালিশ করলো। এর ফলে সঙ্গে সঙ্গে ওর শ্বেতী অদৃশ্য হয়ে গেল ।
নবীগণের থুথু মুবারকও বালা মছিবত দূরীভূতকারী হয়ে থাকে । তাই যে সব লোকের থুথু বিভিন্ন রোগের মারাত্মক জীবানু ছড়ায়, ওরা ওসব পূণ্যাত্মা মনীষীগণের মত কি করে হতে পারে ?
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৬৮) ফেরাউনের স্বপ্ন | (০৭০) মূসা আলাইহিস সালামের ঘুষি |
সূচীপত্র | এরকম আরো পেইজ |