নমরুদ যখন হযরত ইব্রাহীম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার মনস্থ করলো, তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন এবং আরয করলেন, হুযূর! আল্লাহকে বলুন, তিনি যেন আপনাকে অগ্নিকুন্ড থেকে রক্ষা করেন । তিনি বললেন, নিছক শরীরের জন্য এত বড় মহা শক্তিশালী পবিত্র সত্ত্বার কাছে এ সামান্য বিষয়ে প্রার্থনা করবো? হযরত জিব্রাইল আরয করলেন, তাহলে আপনার আত্মাকে রক্ষা করার জন্য বলুন । তিনি বললেন,এ আত্মা ওনার জন্য। তিনি নিজের জিনিসের সাথে যা ইচ্ছে আচরণ করতে পারেন। হযরত জিব্রাইল আরয করলেন, হুযূর! আপনি এত উত্তপ্ত আগুন থেকে কেন ভয় পাচ্ছেন না?
ফরমালেন, হে জিব্রাইল এ আগুন কে জ্বালালো? জিব্রাইল জবাব দিলেন, নমরুদ। তিনি ফরমালেন, নমরুদকে এ ধারণাটা কে দিলেন? জিব্রাইল জবাব দিলেন, মহান আল্লাহ । ইব্রাহীম আলাইহিস সালাম বললেন, তাহলে তো ঠিকই আছে। একদিকে আল্লাহ জল্লা জলালুহুর নির্দেশ, অন্যদিকে ইব্রাহীম খলীলের রেজাবন্দী।
আল্লাহ ওয়ালারা সব সময় আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকেন।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৬৪) নমরুদের অগ্নিকুন্ড | (০৬৬) ছেলে কুরবানী |
সূচীপত্র | এরকম আরো পেইজ |