অভিশপ্ত নমরুদ হযরত ইব্রাহীম আলাইহিস সালামের বিরুদ্ধে বির্তকে যখন পরাজিত হলো, তখন আর কিছু করতে না পেরে হযরতের জানের দুশমন হয়ে গেল এবং তাঁকে বন্দী করে ফেললো, অতঃপর চার দেয়ালের এক কাঠামো তৈরী করে ওখানে নানা ধরনের লাকড়ীর স্তুপ করলো এবং আগুন জ্বালিয়ে দিল, যার উত্তাপে আকাশে উড়ন্ত পাখী জ্বলে যেত। এরপর একটি নিক্ষেপন হাতিয়ার তৈরী করলো, ওটার সাথে হযরত ইব্রাহীমকে বেঁধে আগুনে নিক্ষেপ করলো। হযরত ইব্রাহীম আলাইহিস সালামের মুখে তখন এ কলেমা জারী ছিল। (আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি উত্তম কার্য নির্বাহক)
এদিকে নমরুদ হযরত ইব্রাহীমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, ওদিকে আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ করলেন, হে আগুন, খবরদার! আমার খলীলকে জ জ্বালিওনা। তুমি আমার ইব্রাহীমের জন্য ঠান্ডা হয়ে যাও এবং নিরাপত্তার আবাসস্থল হয়ে যাও। ফলে সেই আগুন হযরত ইব্রাহীমের জন্য বাগানে পরিণত হয়ে গেল ।
আল্লাহ ওয়ালাগণকে শত্রুরা সব সময় কোনঠাসা করতে চেষ্টা করে। কিন্তু ওদের কোন ক্ষতি করতে পারে না ববং নিজেরাই নাজেহাল হয়ে থাকে ।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৬৩) হযরত ইব্রাহীম খলীলের সাথে নমরুদের বিতর্ক | (০৬৫) হযরত ইব্রাহীম খলীল ও জিব্রাইল |
সূচীপত্র | এরকম আরো পেইজ |