প্যালেস্টাইনের আল্লামা ইউসুফ নাবহানী (রহঃ)-এর বিখ্যাত গ্রন্থ জাওয়াহিরুল বিহার ৩য় খন্ড হতে মিলাদুন্নবী সম্পর্কে তথ্য সংগ্রহ করে মূল আরবী এবারত ও অর্থসহ বিজ্ঞ পাঠকবর্গের খেমতে পেশ করার ইচ্ছা পোষণ করছি। আমাদের বাংলা ও ভারতে কিছু পথভ্রষ্ট লোক মিলাদুন্নবী বিষয়ে পর্যাপ্ত পরিমাণে লেখা পড়া না করেই মিলাদ ও কেয়াম সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করছেন। পূর্ববর্তীগণের কিতাব না দেখেই তাঁরা এ পথ অবলম্বন করছেন বলে মনে হয়। বিজ্ঞ পাঠকগণ নিরপেক্ষ মন নিয়ে সামনের দলীলসমূহ মনোযোগ দিয়ে পাঠ করলেই আশা করি দ্বিধা দূর হয়ে যাবে। আর যারা বিরোধিতার খাতিরেই বিরোধিতা করছেন- তাদের হেদায়াতের ভার আল্লাহর উপর ছেড়ে দেয়া হলো। সত্য পথ অনুসন্ধান করাই সকলের কাম্য হওয়া উচিত— লেখক ।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৮) খোলাফায়ে রাশেদীনের যুগে মিলাদুন্নবী (দঃ) | (১০) মিলাদ ও কিয়াম ফেরেস্তাগণের সুন্নাত |
সূচীপত্র | এরকম আরো পেইজ |