আমর বিন ছবি, যে গর্ব করে বলে বেড়ায় যে 'আমি হুসাইনের কোন সাথীকে হত্যা করার সুযােগ পাইনি বটে, কিন্তু তীর নিক্ষেপ করে অনেককে যখম করতে সক্ষম হয়েছিলাম। মুখতার সকফীর কাছে ওকে ধরে নিয়ে আনা হয়েছিল এবং ওকে বর্শার আঘাতে ঘায়েল করে হত্যা করা হয়েছিল।
এ ভাবে মুখতার সকফী কঠোর হাতে ইমাম হোসাইন (রাঃ) এর রক্তের বদলা নেয়ার কারণে অধিকাংশ সাধারণ ও বিশিষ্ট লােক তার সমর্থক হয়ে গিয়েছিল । সেও যথেষ্ট অনুপ্রেরণা লাভ করে একে একে সবাইকে হত্যা করতে লাগল।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(৪৪) উমর বিন সবী | (৪৬) নরাধম ইবনে জিয়াদের পরিণতি |
সূচীপত্র | এরকম আরো পেইজ |