১ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম মুবারক নিলে বা শুনলে।
২. মদিনা পাকের ঘর বাড়ি বা গাছ পালা দেখতে পেলে। মুস্তাহাব হলো দরুদ শরীফ বেশি বেশি করে পড়তে হবে এবং যত বেশি নিকটবর্তী হতে থাকবে দরুদ শরীফ ও তত বেশি পরিমাণে পড়তে থাকবে। (আল্লামা সাখাবি ও ফাজায়েলে দরুদ জাকারিয়া)
৩. আজান শোনার পর ।
৪. মসজিদে প্রবেশ ও প্রস্থানের সময় (গুনিয়াতুত তালেবীন)
৫. অজু ও তায়াম্মুম শেষ করার পর ।
৬. ফরজ গোসল ও হায়েজ হতে পাক হওয়ার পর। (আল্লামা সাখাবি)
৭. প্রতিটি উদ্দেশ্য সম্মিলিত কাজ যা দরুদ ও জিকির ছাড়াআরম্ভ হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে (মাত্বালিউন মসাররাত)
৮. কোন মজলিশে বসলে (কওলুল বদী)
৯. মাশরুমের নতুন কোন ফল দেখলে, ফুলের গন্ধ শুঁকলে।
১০. হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন তাবাররুকাত দেখলে
১১. বৃহস্পতিবার রাত,জুম্মার দিন,শনিবার,রবিবার
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৬৫) যে সময় দরুদ পড়া যাবেনা | (০৬৭) ফায়যানে দরুদ ও সালাম |
সূচীপত্র | এরকম আরো পেইজ |