হজরত আবু বকর সিদ্দিক রাদিআল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহী ওয়া সাল্লাম বলেছেন -- যে ব্যক্তি আমার উপর একহাজার বার দরুদ পাক পাঠ করে, সে যতক্ষণ না নিজের স্থান জান্নাতের মধ্যে দেখে নেবে না, ততক্ষণ পর্যন্ত মৃতুবরণ করবে না।
(আত্তারগীব ফি ফাযায়িলিল আমাল লি ইবনে শাহিন, সাদাতুদ দারাইন ও গুলদাস্তায়ে দরুদ ও সালাম
সৈয়দ আহমাদ দাহলান (আলাইহির রহমাহ) লিখেছেন -- যে ব্যক্তি প্রত্যহ ১০০০ বার এই দরুদ - "আল্লাহুমা সাল্লি ওয়া সাল্লাম আলা সাইয়েদিনা মুহাম্মাদিনিল জামি ই লি আসরারিকা ওয়াদদাল্লি আলাইকা, অ আ-লেহি ওয়া সাহাবিহী ওয়া সাল্লিম" -- পড়বে সে নাবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহী ওয়া সাল্লামের যিয়ারাত লাভে ধন্য হবে ।
(মাজমুআহ, ফায়জানে সুন্নাত)
দিলো সে গাম মিটাতা হে মুহাম্মদ নাম এইসা হে
নাজার উজড়ে বাসাতা হে মুহাম্মদ নাম এইসা হে
উনহি কে নাম সে পায়ি ফাকিরোনে শাহেনশাহি
খুদা সে ভি দিলাতা হে মুহাম্মদ নাম এইসা হে
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০১৫) পাঁচশ বার দরুদ শরীফ পাঠ | (০১৭) অধিক পরিমাণে দরুদ শরীফ |
সূচীপত্র | এরকম আরো পেইজ |