হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহী ওয়া সাল্লাম বলেছেন -- যে ব্যক্তি আমার প্রতি ভালোবাসা ও আমার প্রতি আগ্রহের কারণে প্রতিটি দিন, দিন ও রাতে তিন বার করে দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার বদান্যতার দায়িত্বর উপর একথা অপরিহার্য করে নেন যে, তিনি তার ওই দিন ও রাতের গুনাহ গুলি মাফ করে দেবেন।
(আত্তারগীব ওয়াত্তারহীব, ফায়জানে সুন্নাত, মুজামুল কাবীর)
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০০৮) একবার দরুদ শরীফ পাঠ | (০১০) দশবার দরুদ শরীফ পাঠ |
সূচীপত্র | এরকম আরো পেইজ |