আল্লাহুম্মা ছাল্লি আলা ছাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ
ওয়া আলা আলে ছাইয়িদিনা মাওলানা মোহাম্মদ ।
০১। বাড়ী বাড়ী করোনা মন্ এই বাড়ী তো তোমার না
আসল বাড়ী কবরেতে সেই বাড়ীর লও ঠিকানা ।
২। যেই দেশেতে যাইবি রে মন, ঐ সেই দেশের নাই ঠিকানা
যেই ঘরেতে শুইবি রে মন সেই ঘরের নাই বিছানা ।
৩। ডাইনে মাটি বাঁয়ে মাটি, ঐ মাটির হবে বিছানা,
অন্ধকার কবরের মাঝে সঙ্গী কেহ যাবে না ।
৪। আশে মাটি পাশে মাটি, ঐ বাঁশের ছাউনী উপরে
একদিন এসে দেখবেনা কেউ কেমনে আছ কবরে ।
০৫। তোমার ঈমান তোমার আমল, সঙ্গে যাবে কবরে
জায়গা জমি জমিদারী কেড়ে নিবে অপরে।
০৬। সময় থাকতে বেলা থাকতে, কর রে মন সাধনা,
সন্ধ্যা হলে বসে কাঁদবি তোর কান্দন কেউ শুনবে না।
০৭ । কি করিবে ধনেজনে, কি করিবে অভিমানে
যাইতে হবে গোরস্থানে, সঙ্গে কেহ যাবেনা ।
০৮। আসছো ভবে যাইতে হবে, অন্ধকার ঐ কবরে,
হিসাব নিকাশ দিতে হবে, হাশরের ঐ ময়দানে ।
৯। নবীর জন্য মনে প্রাণে, হওরে পাগল দিওয়ানা,
শয়নে স্বপনে তুমি, দেখতে পাইবে মদিনা ।
১০। আল্লাহ আল্লাহ জিকির কর, পড় দরূদ সবজনা,
রোজ হাশরে তরাইবেন দয়াল নবী মোস্তফা।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(৩৬) না'তে রাসূল (দঃ) উর্দু | (৩৮) সংক্ষেপে আহলে সুন্নাত ওয়াল জামাআতের কতিপয় আকায়েদ ও আমল |
সূচীপত্র | এরকম আরো পেইজ |