নামাজের ১৩টি ফরজ। মতান্তরে ১৪ বা ১৫টি ফরজ। ফরজগুলির মধ্যে ৭টি নামাজের মধ্যে আমল করতে হয়। যথাঃ
এ সাতটি ফরজকে নামাজের ‘আরকান' বলে।
কোন কোন ইমাম ‘তা দীলে আরকান' অর্থাৎ দুই রোকনের মাঝখানে সমতার দিকে লক্ষ্য রাখাকে ফরজ উল্লেখ করে অষ্টম রোকন হিসেবে গণ্য করেছেন। রোকনের বহু বচন হল আরকান ।
নামাজের ১৩টি ফরজের বাকী ৬টি ফরজ নামাজ শুরু করার আগে পালন করতে হয়। এর মধ্যে কোন একটি আমল যদি পূৰ্ণ না হয় তা'হলে নামাজ শুরু করা ছহি বা শুদ্ধ হবে না । যথাঃ
এ ৬টি ফরজকে নামাজের ‘আহকাম' বলে।
কোন কোন ইমাম ‘নামাজের ওয়াক্ত চেনা'কে ফরজ উল্লেখ করে নামাজের আহকামের মধ্যে গন্য করেছেন। যেহেতু নামাজের আহকাম পূর্ণ না হলে নামাজ শুরু করা সম্ভব নয় সেহেতু নামাজের নিয়ম-কানুন বর্ণনার আগে নামাজের আহকামগুলির বর্ণনা করা হলো ।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০৩৩) মে'রাজ লাভের উপায় | (০৩৫) নামাজের প্রথম আহকাম শরীর পাক |
সূচীপত্র | এরকম আরো পেইজ |