তাবলিগ জামাতের নেতা আশরাফ আলী থানভী তাঁর বিখ্যাত কিতাব نشر الطيب في ذكر النبي الحبيب ﷺ (নুশর আত ত্বীব ফি যিকর আন-নবী আল-হাবীব ﷺ)-এ একটি হাদীস উল্লেখ করেছেন:
হযরত আলি বিন আল-হুসাইন (ইমাম জয়নুল আবেদীন রাযি.) ওনার পিতা ইমাম হুসাইন (রাযি.) থেকে, এবং তিনি ওনার পিতা হযরত আলি (রাযি.) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
كنت نوراً بين يدي ربي قبل خلق آدم بأربعة عشر ألف عام
বাংলা অনুবাদ: আমি আমার প্রভুর সামনে নূর ছিলাম, আদম (আ.) সৃষ্টির ১৪ হাজার বছর পূর্বে।
আশরাফ আলী থানভীর কিতাবে আরও বলা হয়েছে:
এমন অনেক ধরনের বর্ণনা (রেওয়ায়েত) রয়েছে যা প্রমাণ করে যে রাসুলুল্লাহ ﷺ-এর নূর সর্বপ্রথম সৃষ্ট হয়েছিল। কিছু বর্ণনায় এসেছে যে তাঁর নূর লাওহ, কলম, আকাশ, জমিন এবং সব সৃষ্টির পূর্বে সৃষ্টি হয়েছিল।
- نشر الطيب في ذكر النبي الحبيب ﷺ (নুশর আত ত্বীব ফি যিকর আন-নবী আল-হাবীব ﷺ) — আশরাফ আলী থানভী
দারুল উলুম দেওবন্দ-এর আন্তর্জাতিক ফতোয়া ওয়েবসাইটে প্রশ্ন নং: ৩১২৬-এর উত্তরেও বলা হয়েছেঃ
প্রশ্ন: রাসুলুল্লাহ ﷺ-এর নূর কি প্রথম সৃষ্টি? এবং তা কি আদম (আ.)-এর আগেই সৃষ্টি হয়েছিল?
উত্তর: হ্যাঁ।
পূর্ববর্তী পেইজ | পরবর্তী পেইজ |
(০০৯) ওহাবী পন্থী যারা এই হাদীসে-নূরকে দলিল হিসেবে গ্রহণ করেছেন | |
এরকম আরো পেইজ |